ঢাকায় নির্বাচনে বিএনপির সবুজ সংকেত পেলেন ৫ নেতা

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি © লোগো

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনানুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত দুই শতাধিক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০টি আসনে প্রার্থী যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর অবশিষ্ট আসনগুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলীয় নেতারা জানিয়েছেন।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা এবং মাঠপর্যায়ের সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরের ১৫টি আসনের মধ্যে কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এসব আসনের মধ্যে ঢাকা-৪ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা-১৩ আসনে সমমনা দল এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা-১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ঢাকা-১৭ আসনে সমমনা দল বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে প্রার্থী হিসেবে সবুজ সংকেত দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, এই তালিকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিচ্ছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের স্কাইপে যুক্ত করে দলীয় নির্দেশনা মেনে চলার কড়া বার্তাও দিয়েছেন তিনি। যাকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই বার্তা সবাইকে দেওয়া হচ্ছে। যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিভ্রান্তি ছড়াবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

দলের অভ্যন্তরীণ বিভিন্ন বৈঠক ও প্রকাশ্য বক্তৃতায় তারেক রহমান বারবার দলীয় ঐক্যের ওপর জোর দিচ্ছেন। বিশেষ করে যেসব আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কোন্দল রয়েছে, সেসব জায়গায় দলীয় শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হচ্ছে।

দলীয় একটি সূত্র জানিয়েছে, সংখ্যানুপাতিক পদ্ধতির (পিআর) নির্বাচন ও জুলাই সনদ ইস্যুতে জামায়াতে ইসলামী ইতোমধ্যে রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচন ঘিরে দলটি সারাদেশে প্রার্থী চূড়ান্ত ও ঘোষণা করে ঘরে ঘরে গণসংযোগ শুরু করেছে। এ অবস্থায় বিএনপিও মৌখিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দিয়ে মাঠে নামাচ্ছে, যাতে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা এগিয়ে রাখা যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‌‘নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। এর মধ্যে মাঠ জরিপ, তৃণমূল নেতাকর্মীদের মতামত সংগ্রহসহ কয়েক ধরনের প্রক্রিয়া চালু রয়েছে। এসব প্রক্রিয়ায় যে প্রার্থী এগিয়ে থাকছেন, তাকেই মনোনয়ন দেওয়া হবে। তবে এখনই সবকিছু চূড়ান্ত হয়ে যায়নি।’

বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9