ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ PM
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা (বর্তমানে পদ স্থগিত) ফজলুর রহমান কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে মাস্টার দা সূর্য সেন হলের সহ সভাপতি (ভিপি) আজিজুল হক বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাদ্রাসার শিক্ষার্থীরা কেমন অবদান রেখেছিল, তা আমার সবাই জানি। মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে এখানে  চান্স পেয়েছে। কিন্তু বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়ে যে বর্ণবাদী ও অবমাননাকর বক্তব্য দিয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা বিএনপির কাছে জানতে চাই, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছে, সেটি কী তা ব্যক্তিগত বক্তব্য নাকি বিএনপির বক্তব্য?’

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আজিজুল হক বলেন, ‘ফজলুর রহমানের মানসিক চিকিৎসার আওতায় নিয়ে আসুন। দলীয় মানুষকে নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে আসুন।’

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে‌ যখন ভর্তি হয়েছিলাম, আমরা তখন নিজেদের মাদ্রাসার শিক্ষার্থী বলে পরিচয় দিতে পারি নাই। আমাদের জামায়াত-শিবির বলা হতো‌। কেন তোমার পাঞ্জাবি, সাদা টুপি ভয় পাও? এগুলো ভয় পেত স্বৈরাচারী শাসকরা। বিশ্ববিদ্যালয়ে একজন মাদ্রাসার শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে, তেমনি ইংলিশ মিডিয়াম ও বাংলা মিডিয়ামের শিক্ষার্থী‌ও পড়াশোনা করবে। এখানে সবার পরিচয় হবে শিক্ষার্থী। যারা এই বাংলাদেশ থেকে আলেমদের বিতারিত করার রাজনৈতিক করবে, দ্বিতীয় শ্রেণির নাগরিক বলে বিবেচনা করবে, তাদের এই ছাত্রসমাজ প্রতিহত করবে।’

আরও পড়ুন: পোষ্য কোটার ধাক্কা, গুচ্ছে ৩২৭৪৩ মেধাক্রম নিয়েও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভিসি-কন্যা

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি যদি মনে করে এটা তার ব্যক্তিগত বক্তব্য তাহলে, বিবৃতি দিয়ে এটা পরিষ্কার করতে হবে। তার বিরুদ্ধে দলীয় অবস্থান নিয়ে এই বিষয়টি পরিষ্কার করবেন।’

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, ‘মাদ্রাসার শিক্ষার্থীরা তার নিজেদের যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে। ফজলুর রহমানকে ফজু পাগলা বলে আমার বারবার তাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তিনি যে অনিচ্ছাকৃত এসব বক্তব্য দেয় তা নয়‌। শুধু ফজু পাগলা নন, প্রায়‌ই রুমিন ফারহান‌ও এমন বক্তব্যে দেন। তারা মূলত গুপ্ত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এমন করছে।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি চাই। যদি না পাই তাহলে এই বুঝে নেব, তারাও ফজলুর রহমানের বক্তব্যকে সমর্থন করছে।’

আওয়ামী লীগ বিচারবহির্ভূত হত্যা করেনি, করেছে পুলিশ: বিএনপি প…
  • ১৫ জানুয়ারি ২০২৬
দর্শকদের উদ্দেশ্যে যে বার্তা বিসিবির
  • ১৫ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে টানা তৃতীয় দিনের মতো এক্সপার্ট ভিলেজ লিমিটেডে শ্রমি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ কলুষিত হয়ে পড়েছে: বদিউল আলম মজু…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নতুন নামে আসছে ১১ দলীয় জোট, হাতফাখার জন্য থাকছে যত আসন? 
  • ১৫ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইউসিবি ব্যাংক, আবেদন শেষ ২৭ জা…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9