বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়ালে অন্য শক্তি দাঁড়াবে: ফজলুর রহমান

২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ AM
মো. ফজলুর রহমান

মো. ফজলুর রহমান © সংগৃহীত

বিএনপির আলোচিত নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, বিএনপি যদি বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের পক্ষে সুস্পষ্ট অবস্থান না নেয়, তাহলে এই জায়গায় বিকল্প রাজনৈতিক শক্তি উঠে আসবে। তিনি বলেন, ‘বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয়, তাহলে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে দাঁড়াতে হবে না। তখন অন্য রাজনৈতিক শক্তিই উঠে আসবে।’

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন ফজলুর রহমান। তিনি বলেন, ‘আমি তো পলিটিক্যাল সাইন্সের ছাত্র, বিষয়গুলো বুঝি। বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়, সেটিই ভালো। কারণ, আমি নিজেও এই দলের সঙ্গে আছি।’

তিনি বলেন, ‘জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বলেছিল, যারা মুক্তিযুদ্ধ করছে, তারা ভারতের দালাল। এদের দুষ্কৃতিকারী বলা হয়েছিল। ২৫ থেকে ২৮ মার্চের মধ্যে টিক্কা খান পাঁচ লাখ মানুষ হত্যা করে, ৯০ হাজার মানুষকে বুড়িগঙ্গা থেকে কেরানীগঞ্জ পর্যন্ত মেরে ফেলে। তখন প্রথম যে ব্যক্তি টিক্কা খানের পা ধরে সালাম করে বলে ‘আমি আপনার সঙ্গে আছি’, তার নাম গোলাম আজম।’

তিনি আরও দাবি করেন, ‘আপনারা ইতিহাসে ছবি দেখলে দেখবেন, গোলাম আজম টিক্কা খানের সঙ্গে দেখা করতে গিয়ে এই কথাই বলেছিলেন।’

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একক কৃতিত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এমন অভিযোগের বিষয়ে ফজলুর রহমান বলেন, ‘৭০ সালে শেখ মুজিবের দল এককভাবে নির্বাচনে জিতেছে। নৌকা মার্কা নিয়ে ৭১ শতাংশ ভোট পেয়েছে। তখন জামায়াত পেয়েছে মাত্র ৬ শতাংশ, মুসলিম লীগ তিন ভাগে ভাগ হয়ে পেয়েছে ৮–১০ শতাংশ ভোট। তাহলে ১৬২টি সিট পাওয়ার পর আওয়ামী লীগ বলবে না তো আর কে বলবে? তারপরেও শেখ মুজিব মওলানা ভাসানীর কাছে গিয়ে সালাম করে বলেছিলেন, ‘হুজুর, আমার সঙ্গে থাকেন।’ আর সেই ভাসানীই প্রথম বলেছিলেন ‘মুজিব, তুমি স্বাধীনতা ঘোষণা করো, আমি তোমার সঙ্গে আছি।’

রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানে এক সপ্তাহ পর সীমিত মোবাইল নেটওয়ার্ক চালু
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ, বাস্তবায়ন কি চলত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কবে, যা জ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
আ.লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9