৮ হাজার স্কুলে ২০ হাজার শিক্ষক, শিক্ষার্থী ভর্তি হয়নি একজনও

২৬ অক্টোবর ২০২৫, ০৬:৫২ PM
ভারতের পশ্চিমবঙ্গের একটি শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতের পশ্চিমবঙ্গের একটি শিক্ষাপ্রতিষ্ঠান © আনন্দবাজার

ভারতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় আট হাজার স্কুলে ছাত্রছাত্রী ভর্তি হয়নি। অথচ এসব প্রতিষ্ঠানে শিক্ষকের সংখ্যা প্রায় ২০ হাজার। দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি রিপোর্ট উল্লেখ করে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তি শূন্য এ সব স্কুলের তালিকায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের ৩ হাজার ৮১২টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। কর্মরত শিক্ষকের সংখ্যাতেও বাংলা এগিয়ে। বাংলার ভর্তিশূন্য এসব স্কুলে ১৭ হাজার ৯৬৫ জন শিক্ষক কর্মরত আঠেন।

দেশটির ৭ হাজার ৯৯৩টি স্কুলে ২০২৪-২৫ সালে কেউ ভর্তি হয়নি। তার আগের বছরের চেয়ে অবশ্য এ সংখ্যা কমেছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিশূন্য স্কুলের সংখ্যা ছিল প্রায় ১৩ হাজার (১২ হাজার ৯৫৪)। এ ধরনের স্কুলের তালিকায় পশ্চিমবঙ্গের পরে রয়েছে তেলঙ্গানা। সে রাজ্যে ভর্তিশূন্য থেকেছে ২ হাজার ২৪৫টি প্রতিষ্ঠান। তৃতীয় মধ্যপ্রদেশে ভর্তিশূন্য স্কুলের সংখ্যা ৪৬৩টি।

কোনও ছাত্রছাত্রী ভর্তি না হলেও তেলঙ্গানার স্কুলগুলোয় ১ হাজার ১৬ জন এবং মধ্যপ্রদেশে ২২৩ জন শিক্ষক কর্মরত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, এ শিক্ষা রাজ্যের বিষয়। ভর্তিশূন্যতার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে রাজ্যগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

আর রাজ্য শিক্ষা দফতরের এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের তথ্য তো আমাদের জানা নেই। কেন্দ্র কী রিপোর্ট দিয়েছে, আগে দেখতে হবে। তারপর মন্তব্য করতে পারব।’

হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, অসম, হিমাচল, ছত্তীসগঢ়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা রাঝ্যে কোনও প্রতিষ্ঠান ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিশূন্য ছিল না। দিল্লি, পুডুচেরী, লক্ষদ্বীপ, দাদরা ও নগর হাভেলী, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দমন ও দিউয়ের মতো কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও এমন প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

আরও পড়ুন: আরও একটি বড় 'শান্তিচুক্তি' স্বাক্ষরে থাকছেন ট্রাম্প

পরিসংখ্যান বলছে, উত্তরপ্রদেশের ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তিশূন্য ছিল। সে রাজ্যের মাধ্যমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, তিন বছর ধরে যে সব স্কুলে কোনও ছাত্রছাত্রী ভর্তি হয়নি, সে সব প্রতিষ্ঠান চিহ্নিত করা হবে এবং সরকারের স্বীকৃতি প্রত্যাহার করা হবে। সে প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে উত্তরপ্রদেশ বোর্ড।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে শিক্ষকের সংখ্যা একজন। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, এক লাখেরও বেশি স্কুলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রায় ৩৩ লাখ ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সে তালিকায় অন্ধ্রপ্রদেশ শীর্ষে। তারপর রয়েছে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক এবং লক্ষদ্বীপ। 

২০২২-২৩ শিক্ষাবর্ষে এক জন শিক্ষক সংবলিত স্কুলের সংখ্যা ছিল ১ লাখ ১৮ হাজার ১৯০টি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সে সংখ্যা কমে হয়েছে ১ লাখ ১০ হাজার ৯৭১টি। খবর: আনন্দবাজার।

বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বার্তা দিলেন …
  • ১৭ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি, দ্বিতীয় ঢাকা
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9