ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

২৫ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

ভারতে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার © সংগৃহীত

ভারতে চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত বৈশ্বিক মহারণে অপরাজিত দল তারা। তবে মাঠে দুর্দান্ত দলটির সঙ্গে এবার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, যা কিনা শেষমেশ থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

বর্তমানে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থান করছে অস্ট্রেলিয়া দল। সেখানেই দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার ইন্দোরে এক ক্যাফেতে হাঁটছিলেন। তখন দুই মোটরসাইকেল আরোহী অশালীনভাবে স্পর্শ করেছিলেন তাদের। দলের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা পুলিশের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’

এদিকে ভারতীয় গণমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। এক প্রতিবেদনে বার্তা-সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, পরশু সন্ধ্যায় ইন্দোরের এমআইজি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন অস্ট্রেলিয়া দলের সিকিউরিটি ম্যানেজার। এ ঘটনায় আকিল নামে অভিযুক্ত এক বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ নিয়ে এসআই নিধি রঘুবংশী জানান, দুই ক্রিকেটার টিম হোটেল থেকে বের হয়ে একটা ক্যাফের দিকে যাচ্ছিলেন। তখনই এক মোটরসাইকেল আরোহী তাদের অনুসরণ করতে থাকেন।

এর আগে, আরও এক ঝামেলায় পড়েছিল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। হোটেলে ইঁদুরের উৎপাতের ঘটনা ঘটেছিল। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিশাখাপত্তনমে হোটেলে রাতের খাবার খাচ্ছিলেন তারা। এ সময় ডাইনিং রুমে ইঁদুর হানা দিলে ভয় পেয়ে গিয়েছিলেন অজি ক্রিকেটাররা।

ইন্দোরে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে অজি ক্রিকেটাররা। টস হেরে ব্যাটিংয়ে নামা প্রোটিয়া ক্রিকেটাররা ২৪ ওভারে মাত্র ৯৭ রানেই গুটিয়ে গিয়েছে। অবশ্য, দুই দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আইসিসির সঙ্গে কী কথা হল, জানাল বিসিবি
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9