চমক রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার

২৫ অক্টোবর ২০২৫, ০৮:২২ AM
অস্ট্রেলিয়া ক্রিকেট দল

অস্ট্রেলিয়া ক্রিকেট দল © সংগৃহীত

ভারতের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এবারের দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ, অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও পেসার মাহলি বিয়ার্ডম্যান।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া এডওয়ার্ডসকে রাখা হয়েছে ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের দলে। নিউ সাউথ ওয়েলসের এই অলরাউন্ডার সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে দারুণ পারফর্ম করেন। প্রথম শ্রেণির ম্যাচে খেলেন ৮৮ রানের ইনিংস, লিস্ট ‘এ’ ম্যাচে নেন ৫৬ রানে ৪ উইকেট এবং আরেক ম্যাচে করেন ৮৯ রান। এখন পর্যন্ত ৩৫টি লিস্ট ‘এ’ ম্যাচে তার রান ৮৮২, সেঞ্চুরি ২টি ও ফিফটি ৫টি। প্রথম শ্রেণির ৪৩ ম্যাচে করেছেন ১ হাজার ৯৪৭ রান, যার মধ্যে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ৫টি ফিফটি।

অন্যদিকে, মাত্র ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দলে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই পেসার স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন দুটি, নিয়েছেন তিনটি উইকেট। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ ম্যাচে তার শিকার ১২ উইকেট। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি এবং ফাইনালে ১৫ রানে ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।

চোটের কারণে শুরুতে দলে থাকছেন না গ্লেন ম্যাক্সওয়েল। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে বোলিংয়ের সময় কবজিতে চোট পান তিনি। ফলে ভারতের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে তাকে পাবে না অস্ট্রেলিয়া, তবে শেষ তিন ম্যাচে ফিরবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

অন্যদিকে, প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে অংশ নিতে ওয়ানডে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। কোনো ম্যাচ না খেলেই ফিরে যাচ্ছেন তিনি। একই কারণে জশ হেইজেলউড ও শন অ্যাবটকেও টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে পাবে না অস্ট্রেলিয়া। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবেন হেইজেলউড, আর অ্যাবটকে পাওয়া যাবে প্রথম তিন ম্যাচে।

দ্বিতীয় ওয়ানডেতে না খেলা ম্যাথু কুনেমান ও জশ ফিলিপি দলে ফিরেছেন শেষ ওয়ানডেতে। তবে পেশির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি জশ ইংলিস।

প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। শনিবার (২৫ অক্টোবর) সিডনিতে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৯ ও ৩১ অক্টোবর এবং ২, ৬ ও ৮ নভেম্বর।

ভারত সিরিজের তৃতীয় ওয়ানডের অস্ট্রেলিয়া দল:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ন্যাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম ৩ ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ ৩ ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ার্শিস (শেষ ২ ম্যাচ), ন্যাথান এলিস, জশ হেইজেলউড (প্রথম ২ ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ ৩ ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ছয়
  • ১৬ জানুয়ারি ২০২৬
৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9