ভারত

যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ আগুন, অনেক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

এসি বাসে আগুন লেগে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার আশঙ্কা
এসি বাসে আগুন লেগে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার আশঙ্কা  © সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্না টেকুর গ্রামের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী এসি বাসে আগুন লেগে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে এনডিটিভির দাবি, নিহতের সংখ্যা ১০ জন হতে পারে। যদিও এখন পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এনডিটিভি জানায়, হায়দ্রাবাদ থেকে মধ্যরাতে ৪০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বাসটি। পরে জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর কুর্নুলের কাছে পৌঁছালে বাসটি একটি দুই চাকার যানবাহনের সঙ্গে সংঘর্ষে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই চাকার গাড়িটি বাসের নিচে আটকে যাওয়ায় ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপণ বাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দল ঘটনাস্থলে তদন্ত করছে, যাতে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করা যায়।’

তিনি আরও জানান, ‘যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই ভেতর থেকে জানালা ভাঙা কঠিন হয়ে পড়েছিল। যারা জানালা ভাঙতে সক্ষম হয়েছেন, তারাই মূলত প্রাণে বেঁচে গেছেন।’

এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের সন্ধানে অভিযান চলছে। পাশাপাশি উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ ও উদ্ধারকর্মীরা।


সর্বশেষ সংবাদ