এ পি জে আবদুল কালামের জন্মদিন আজ, জেনে নিন জীবন বদলে দেওয়া তাঁর ২০টি বাণী
- তাহমিনা আক্তার হ্যাপি
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৪ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২৮ PM
ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমের প্রত্যন্ত গ্রামে এক হতদরিদ্র পরিবারে জন্ম তাঁর। যেখান থেকে ভারতের রাষ্ট্রপতি হওয়ার কথা শত কোটি আলোকবর্ষ দূরের কল্পনাতেও কেউ ভাবেন না। তবে তিনি কল্পনাকেই বাস্তবে রূপ দিয়েছিলেন, হয়ে উঠেছিলেন দেশটির সেরা বিজ্ঞানী ও আইকনিক ব্যক্তিত্ব, তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি ড. এ পি জে আবদুল কালাম। আজ বুধবার( ১৫ অক্টোবর), তাঁর জন্মদিন।
কালাম ছিলেন এমন একজন ব্যক্তি, যিনি বিজ্ঞানের শিখর ছুঁয়েও বিনয়, সততা ও স্বপ্নে ভরিয়ে রাখতেন প্রতিটি মুহূর্ত। তাঁর জীবন, অধ্যবসায়, পড়াশোনার প্রতি আগ্রহ ও একাগ্রতা যেন রূপকথার গল্পকেও হার মানায়। তাঁর জীবন অসংখ্য মানুষের জন্য অনুকরণীয় উদাহরণ। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে আছে তাঁর অসংখ্য ভক্ত ও অনুরাগী।
দরিদ্র পরিবারের সন্তান কালাম নিজের পড়াশোনার খরচ যোগাতে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করতেন। প্রচণ্ড পরিশ্রম করে পড়াশোনা করেছেন। পরিশ্রম ও একাগ্রতার জন্যই একদিন হয়ে ওঠেন ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা খাতের অবিচ্ছেদ্য অংশ, হয়ে ওঠেন ভারতের অন্যতম সেরা বিজ্ঞানী। ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট প্রোগ্রামের উন্নয়নে তার অবদান তাঁকে এনে দেয় ‘মিসাইল ম্যান অব ইন্ডিয়া’ খ্যাতি।
২০০২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, তৎকালীন শাসকদল বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের পূর্ণ সমর্থনে। অত্যন্ত সফলতার সঙ্গে রাষ্ট্রপতির পদে পাঁচ বছর দায়িত্ব পালন করেন তিনি। তারপর অবসর জীবনে তিনি ফিরে যান শিক্ষাজগতে, যেখানে শিক্ষকতা এবং তরুণদের অনুপ্রেরণা দেওয়া ছিল তাঁর জীবনের মূল মন্ত্র।
ড. কালাম ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’ পেয়েছেন। এ ছাড়াও ‘পদ্মভূষণ’, ‘পদ্মবিভূষণ’ ও দেশ-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৫ সালের ২৭ জুলাই শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ মৃত্যুবরণ করেন এই প্রজ্ঞাবান মানুষটি।
এ পি জে আবদুল কালামের জীবন মানে অনুপ্রেরণার গল্প, বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস। তাঁর জীবন মানে দারিদ্র্যের সীমা পেরিয়ে এক অবিচল স্বপ্নবাজের জয়যাত্রা। তাঁর জীবন দর্শন আজও কোটি মানুষের হৃদয়ে আলো ছড়ায় এবং নিজের জীবন গড়ার শক্তি জোগায়।
এবার জেনে নিন তাঁর জীবন বদলে দেওয়া ২০টি অনুপ্রেরণামূলক বাণী। এসব কথা পড়া মাত্রই তা আপনাকে অনুপ্রাণিত করবে, সাহস যোগাবে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্বুদ্ধ করবে। হয়তো বদলে দেবে অনেকের জীবনও।
১. ‘Don’t take rest after your first victory, because if you fail in the second, more lips are waiting to say that your first victory was just luck.’ (প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না। কেননা, দ্বিতীয়বার ব্যর্থ হলে অনেকে বলবে প্রথমবারটা ছিল কেবল ভাগ্য।)
২. ‘If you want to shine like a sun, first burn like a sun.’ (সূর্যের মতো আলো ছড়াতে চাইলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো।)
৩. ‘Excellence happens not by accident. It is a process.’ (শ্রেষ্ঠত্ব কখনোই কাকতালীয়ভাবে আসে না; এটি এক ধারাবাহিক প্রক্রিয়ার ফল।)
৪. ‘Dream is not that which you see while sleeping, it is something that does not let you sleep.’ (স্বপ্ন মানে ঘুমিয়ে দেখা কোনো দৃশ্য নয়, বরং স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না।)
৫. ‘Failure will never overtake me if my determination to succeed is strong enough.’ (আমার সফল হওয়ার সংকল্প যদি যথেষ্ট দৃঢ় হয়, ব্যর্থতা আমাকে কখনও হারাতে পারবে না।)
৬. ‘You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future.’ (তুমি তোমার ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস বদলাতে পারবে; আর সেই অভ্যাসই বদলে দেবে তোমার ভবিষ্যৎ।)
৭. ‘Man needs difficulties in life because they are necessary to enjoy success.’ (মানুষের জীবনে বাধা-বিপত্তি দরকার, কারণ সাফল্যের স্বাদ আস্বাদন করতে এগুলোই অপরিহার্য।)
৮. ‘Never stop fighting until you arrive at your destined place—that is, the unique you.’ (নিজের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত লড়াই থামিও না—কারণ সেখানে তোমার নিজস্ব সত্তা লুকিয়ে আছে।)
৯. ‘Look at the sky. We are not alone. The whole universe is friendly to us and conspires only to give the best to those who dream and work.’ (আকাশের দিকে তাকাও। আমরা একা নই। গোটা মহাবিশ্বই আমাদের সঙ্গে আছে—যারা স্বপ্ন দেখে আর পরিশ্রম করে তাদের সেরা কিছু দেওয়ার জন্যই যেন প্রকৃতি ষড়যন্ত্র করে।)
১০. ‘‘If you fail, never give up because FAIL means ‘First Attempt In Learning’.” (যদি ব্যর্থ হও, হাল ছেড়ো না; কারণ ‘ব্যর্থতা ’ মানে হলো ‘শেখার প্রথম প্রচেষ্টা’।)
১১. ‘Small aim is a crime; have great aim.’ (ছোট লক্ষ্য অপরাধের সমান; তাই লক্ষ্য রাখো বড়, স্বপ্ন দেখো উঁচুতে।)
১২. ‘Thinking should become your capital asset, no matter whatever ups and downs you come across in your life.’ (জীবনে যত ওঠানামাই আসুক না কেন, চিন্তাশক্তিই হোক তোমার সবচেয়ে বড় সম্পদ।)
১৩. ‘All birds find shelter during rain, but the eagle avoids rain by flying above the clouds.’ (বৃষ্টি নামলে সব পাখি আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপরে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।)
১৪. ‘Confidence and hard work are the best medicine to kill the disease called failure.’ (আত্মবিশ্বাস আর পরিশ্রম সেই শ্রেষ্ঠ ওষুধ, যা ‘ব্যর্থতা’ নামের রোগকে নির্মূল করে।)
১৫. ‘Love your job but don’t love your company, because you may not know when your company stops loving you.’ (তোমার কাজকে ভালোবাসো, কিন্তু প্রতিষ্ঠানে অন্ধভালোবাসা দিও না। কেননা, কখন সেই প্রতিষ্ঠান তোমাকে ভালোবাসা বন্ধ করবে, তুমি জানো না।)
১৬. ‘Never be a prisoner of your past. It was just a lesson, not a life sentence.’ (অতীতের বন্দি হয়ে থেকো না; সেটি ছিল শুধু একটি শিক্ষা, সেটি তোমার জীবন-দণ্ড নয়।)
১৭. ‘The best brains of the nation may be found on the last benches of the classroom.’ (দেশের সবচেয়ে মেধাবী মস্তিষ্কগুলোকে অনেক সময় তুমি শ্রেণিকক্ষের শেষ বেঞ্চেও খুঁজে পেতে পারো।)
১৮. ‘For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.’ ( মহৎ মানুষরা ধর্মকে ব্যবহার করেন বন্ধুত্ব ও ভালোবাসা ছড়ানোর উপায় হিসেবে, ক্ষুদ্র মানুষরা বানায় সংঘাতের অস্ত্র।)
১৯. ‘Never hate anyone. Hatred corrodes the vessel it’s stored in.’ (কাউকে কখনো ঘৃণা করো না। ঘৃণা যে হৃদয়ে জায়গা পায়, শেষ পর্যন্ত সেই হৃদয়ই নষ্ট করে দেয়।)
২০. ‘Learning gives creativity, creativity leads to thinking, thinking provides knowledge, and knowledge makes you great.’ (শিখনপ্রক্রিয়া সৃজনশীলতা দেয়, সৃজনশীলতা চিন্তার জন্ম দেয়, চিন্তা জ্ঞানের পথে নিয়ে যায়, আর জ্ঞানই মানুষকে মহান করে তোলে।)