অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি

২২ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৭:০৮ PM
সদ্য নির্মিত হেলিপ্যাড ও দ্রৌপদী মুর্মু

সদ্য নির্মিত হেলিপ্যাড ও দ্রৌপদী মুর্মু © সংগৃহীত

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় সদ্য নির্মিত হেলিপ্যাডের একটি অংশ ধসে গেছে। যদিও বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তিনি। নতুন তৈরি হওয়া হেলিপ্যাড ভার সহ্য করতে পারেনি রাষ্ট্রপতির হেলিকপ্টারটি।

রাষ্ট্রপতি নিরাপদে আছেন বলেই জানিয়েছেন স্থানীয়রা। পরে রাষ্ট্রপতি গাড়িতেই পাম্বারের সবরীমালা মন্দির উদ্দেশে রওনা দেন।

পরবর্তীতে দেখা যায় পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত, এমআই-১৭ হেলিকপ্টারটিকে ঠেলে কোনোক্রমে সোজা করে দেয়। মঙ্গলবার (২১ অক্টোবর) চার দিনের সফরে কেরালা রাজ্যে গেছেন রাষ্ট্রপতি।

আজ বুধবার (২২ অক্টোবর) সবরীমালা মন্দির দর্শনে গিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সময় নির্দিষ্ট বাসভবন থেকে কেরালার প্রমাদম স্টেডিয়ামে তার হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টারটি নামতেই সিমেন্টের টারম্যাক ধসে যায়।

প্রসঙ্গত, দক্ষিণ ভারতজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। তামিলনাড়ু, কেরালাসহ একাধিক জায়গায় ভারী বৃষ্টির কারণে, দক্ষিণের অনেক রাজ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে।

জানা যায়, মঙ্গলবার রাতে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রমাদমে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করবে। যদিও আগে পাম্বার কাছে নিলাকলে অবতরণ করার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে স্থান বদল করা হয়। শেষ মুহূর্তেই দ্রুত তৈরি করা হয় নতুন হেলিপ্যাড। আর তাতেই ঘটে বিপত্তি।  

স্থানীয়দের তথ্য মতে, নতুন হেলিপ্যাড সিমেন্টের টারম্যাক ভালোভাবে শুকায়নি। তাতেই হেলিকপ্টার অবতরণ করতেই ঘটে বিপত্তি।

এই দুর্ঘটনার খবর শুনে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি এক্স লিখেছেন, ‘ঈশ্বরের কৃপায় কেরালা সফরে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আজ বড় দুর্ঘটনা এড়াতে পারলেন। ওঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ’

মঙ্গলবার বিকেলে কেরালার তিরুবনন্তপুরমে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ তিনি সবরীমালার আয়াপ্পা মন্দিরে পূজা দেবেন। তিনিই প্রথম নারী রাষ্ট্রপতি যিনি সবরীমালা আয়াপ্পা মন্দিরে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসাবেও তিনি দ্বিতীয়।  

এর আগে ১৯৭০-র দশকে সাবেক রাষ্ট্রপতি ভিভি গিরি সবরীমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার কেরালা রাজ্যের রাজভবনে রাষ্ট্রপতি কেআর নারায়ণের মূর্তি উন্মোচন করবেন। এরপর তিনি ভারকালায় শিবগিরি মঠে যাবেন এবং সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন। এরনাকুলামে সেন্ট টেরেসা কলেজের অনুষ্ঠানে যোগ দেবেন ২৪ অক্টোবর।

ট্যাগ: ভারত
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-১৩ আসনে জোট থেকে লড়বেন ইমরান ইসলামাবাদী, বাদ পড়লে…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9