রাষ্ট্রহীন আট মাসের গর্ভবতী সোনালি বিবি

আট মাসের গর্ভবতী সোনালি বিবি ও তার স্বামী
আট মাসের গর্ভবতী সোনালি বিবি ও তার স্বামী  © সংগৃহীত

আট মাসের গর্ভবতী সোনালি বিবি এখন রাষ্ট্রহীন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বসবাস করা সোনালি বিবিকে (২৯), দিল্লি থেকে তার স্বামী এবং আট বছরের সন্তানের সাথে আটক করে ভারতীয় পুলিশ। পরে অবৈধ বাংলাদেশী অভিবাসী সন্দেহে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশ 'অবৈধ অনুপ্রবেশকারী' বলে তাদেরকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, সোনালি বিবি, তার ছেলে এবং স্বামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে পশ্চিমবঙ্গের আরেকটি পরিবার, সুইটি বিবি (৩২), এবং তার ৬ ও ১৬ বছর বয়সী দুই ছেলেকেও ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এই দুই মহিলার পরিবার কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদনের শুনানি করলে ঘটনাটি সামনে আসে। 

বাংলাদেশ থেকে ফোনে ইন্ডিয়ান এক্সপ্রেসকে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, তাদেরকে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। এরপর তারা ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরেছে, পরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আসে। সেখান থেকে আমরা তাদের গ্রেফতার করি।তাদের কাছ থেকে আমরা ভারতীয় নথি পেয়েছি। আগামীকাল (শুক্রবার) তাদের আদালতে হাজির করা হবে। আদালত সিদ্ধান্ত নেবে। আমাদের দেশের আইন অনুসারে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেহেতু নারী ও শিশুরা সেখানে আছে, তাই আমরা যথাযথ সম্মান এবং সহানুভূতির সাথে বিষয়টি বিবেচনা করছি। 

সোনালি বিবির পরিবার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। তার পরিবারের সদস্যরা গত দুই দশক ধরে দিল্লিতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সোনালির মতো, সুইটি বিবি (৩২) এবং তার দুই নাবালক ছেলেও বীরভূমের একটি গ্রামের বাসিন্দা। তাদেরও একই সময়ে আটক করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। উভয় পরিবারকে দিল্লির কে এন কাটজু মার্গ থানায় আটক করা হয়েছিল এবং পরে নির্বাসিত করা হয়েছিল। সুনালি এবং অন্যদের নির্বাসনের পর বাংলাদেশের একটি অজ্ঞাত স্থান থেকে সাহায্যের জন্য আবেদন করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য বলেন, এটি গভীর উদ্বেগের বিষয়। সোনালি গর্ভবতী এবং তাদের সাথে শিশুরাও রয়েছে। তারা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং আমরা সম্ভাব্য সকল আইনি উপায়ে তাদের ফিরিয়ে আনব। ইতিমধ্যেই আদালতে বিষয়টির শুনানি চলছে।

সংবাদসূত্রঃ দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস


সর্বশেষ সংবাদ