সাংবাদিকের প্রশ্ন— খমেনিকে হত্যার পরিকল্পনা আছে কিনা, যা বললেন নেতানিয়াহু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:০১ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেকে হত্যা করা হলে ইরান-ইসরায়েল দ্বন্দ্বের অবসান ঘটবে—এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (১৬ জুন) স্থানীয় সময়ে মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, খোমেনিকে হত্যা করা সংঘাতকে আরও বাড়াবে না, বরং সেটাই হবে এর শেষ।
সাংবাদিকের প্রশ্নে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের একটি পরিকল্পনায় ভেটো দিয়েছিলেন কিনা—যার মাধ্যমে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার চিন্তা ছিল—সে প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ‘এটা সংঘাতকে বাড়াবে না, এটা সংঘাতকে শেষ করবে।’
আরও পড়ুন: ইসরায়েল-ইরান সংঘাত: তুরস্কের আঙ্কারা থেকে দৃশ্যপট কেমন?
নেতানিয়াহু বলেন, ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যজুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে। ইরান ‘চিরস্থায়ী যুদ্ধ’ চায় এবং ওরা আমাদের পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছে। ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে।
নেতানিয়াহুর এই বক্তব্য এমন এক সময় এলো, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, গাজা পরিস্থিতি, হিজবুল্লাহ-ইসরায়েল সীমান্ত সংঘর্ষসহ একাধিক ইস্যুতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাচ্ছে। এর মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন প্রকাশ্য মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
এদিকে নেতানিয়াহুর এ মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তেহরান যে একে খুব সহজভাবে নেবে না, তা বলাই বাহুল্য।