ইরানের হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজছে ইসরায়েলি নাগরিকরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:৫০ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM

তেহরানসহ বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পর ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। শতাধিক ড্রোন নিক্ষেপের মাধ্যমে ইরান এই হামলা শুরু করেছে। পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যে ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এ ছাড়া ইরানের হামলার কারণে ইসরায়েলি নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা উচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে, কারণ ইরান রকেট ও ব্যালিস্টিক হামলাও চালাতে পারে।
শুক্রবার (১৩ জুন) পৃথকভাবে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানে হামলার পরপরই দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল সরকার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।
আরও পড়ুন : ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান
বিবিসি আরও জানায়, জেরুজালেমে সুপার মার্কেটের তাক দ্রুত ফুরিয়ে যাচ্ছে, মানুষ খাবার ও পানি মজুত করে রাখছে। ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে যে তারা সারা দেশে রক্ত পরিষেবা চালু করছে, অন্যদিকে কিছু হাসপাতাল জানিয়েছে যে তারা এমন রোগীদের ছেড়ে দিচ্ছে যারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে।
ইরানের ওপর যখন হামলা চালানো হয়, তখন ইসরায়েলের মানুষ ঘুমাচ্ছিল। জেরুজালেমে অবস্থানরত এক সংবাদদাতা বিবিসিকে জানিয়েছেন, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন।
সিএনএন বলছে, শুক্রবার ভোরে ইরানে হামলা চালানোর পর সম্ভাব্য প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় ইসরায়েল সরকার নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে এবং নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের প্রধান মেজর জেনারেল রাফি মিলো বলেন, ‘এই অভিযান চলাকালে আমরা দেশে ব্যাপক সতর্কতা সংকেত বা সাইরেন বাজতে দেখি। তাই প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি, দ্রুত ও যথাসম্ভব সুরক্ষিতভাবে আশ্রয় নিন।’
তিনি আরও বলেন, ‘আপনার বাসাবাড়িতে বা যে স্থানে আছেন, সেখানে যদি সুরক্ষিত কক্ষ, বাংকার বা নিরাপদ স্থান থাকে, সেগুলোয় আশ্রয় নিন। তা না হলে অন্তত ভবনের সিঁড়িঘরে বা ভেতরের কোনো কক্ষে অবস্থান করুন।’