ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান

ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে ইরান
ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে ইরান  © সংগৃহীত

ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করার চেষ্টা করছে। শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকালে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিন বলেন, গত কয়েক ঘণ্টায় ইরান ইসরায়েলের উদ্দেশে ১০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। আইডিএফ সেগুলো গুলি করে ভূপাতিত করার জন্য কাজ করছে।

দ্য টাইমস অব ইসরায়েল বলছে, ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

পাল্টা আক্রমণে ব্যবহার করা ইরানের ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী শাহেদ ভেরিয়েন্ট রয়েছে। ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে, এমন একটি ড্রোনকে ইরানি শাহেদ-১৩৬ ড্রোন বলে শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। এই ড্রোন পূর্ব ইরাকের ওপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকে যাচ্ছে।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ দুই পরমাণুবিজ্ঞানী নিহত

এর মধ্য দিয়ে ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে, বলছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে ইরানের রাজধানী তেহরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কয়েকজন নেতা নিহত হন। তাদের মধ্যে রয়েছেন দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি।

এ ছাড়া ইসরায়েলের হামলায় ইরানের দুই পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি হামলায় পরমাণুবিজ্ঞানী মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদুন আব্বাসি নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ