মোসাদের দুই গুপ্তচরকে আটক করেছে ইরান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৪:৫২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৭:৪০ AM

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে আটক করেছে ইরান। বিস্ফোরক ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতরত অবস্থায় হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী।দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আটকদের ইরানের আলবোর্জ প্রদেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইরানের নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই দুই ব্যক্তি বিদেশি নির্দেশনায় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, ইলেকট্রনিক সরঞ্জাম এবং সন্দেহজনক নথিপত্র উদ্ধার করা হয়েছে।
আটকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তাদের দেশীয় আইনে সন্ত্রাসবাদ, বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নের অভিযোগে বিচার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে থাকা ইরান অতীতেও বহুবার মোসাদ-সংশ্লিষ্ট সন্দেহে ব্যক্তি গ্রেপ্তার ও কখনো কখনো মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করতে গিয়ে যেসব নাশকতা ও গুপ্তহত্যা সংঘটিত হয়েছে, তার পেছনে মোসাদের হাত রয়েছে বলে দাবি করে আসছে তেহরান।
আরও পড়ুন: যেসব কারণে ইরানের নিশানায় ইসরায়েলের হাইফা শহর
২০২০ সালে তেহরানে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যার জন্যও ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি। এছাড়াও একাধিকবার নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে মোসাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করে ইরানের গোয়েন্দা বিভাগ।
সর্বশেষ এ ঘটনার মাধ্যমে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সতর্ক নজরদারি ও মোসাদবিরোধী তৎপরতার আরেকটি দৃষ্টান্ত প্রকাশ পেল।