ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পর নেতানিয়াহুর আহ্বান

১৪ জুন ২০২৫, ১১:১৫ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
বেনিয়ামিন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও ওপরে উঠল। ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোয় ধ্বংসাত্মক হামলা ও শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর এবার ইরান পাল্টা জবাবে সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই প্রতিক্রিয়াকে ‘সত্যিকারের প্রতিশোধ’ বলছে তেহরান।

ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, শুক্রবার রাতের এ অভিযানে তেল আভিভ, হাইফা ও জেরুজালেমসহ একাধিক শহরে সাঁই সাঁই করে উড়ে যায় ডজনখানেক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। আকাশে আলোর ঝলকানি আর বিকট শব্দে কেঁপে ওঠে জনজীবন।

অন্যদিকে ইসরায়েল জানায়, ‘আয়রন ডোম’ সিস্টেমের মাধ্যমে ইরানের বহু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভেদে সফল হয়েছে। এই হামলায় ৩ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলে ইরানের হামলায় নারী নিহত, আহত বেশ কয়েকজন

তবে তেহরানের হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিক্রিয়া দিয়েছেন।

এক টেলিভিশন ভাষণে ইরানি জনগণের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের লড়াই ইরানি জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির শাসকগোষ্ঠীর বিরুদ্ধে, যারা সন্ত্রাস ছড়িয়ে, সন্তানদের যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। ইরানিরা যদি শান্তি চায়, তাহলে শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।’

তিনি আরও বলেন, ‘এই হামলার জবাব আরও ভয়াবহভাবে দেওয়া হবে। ইসরায়েলের নিরাপত্তা ও অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমরা কোনো দ্বিধা করব না।’

আরও পড়ুন : ড. ইউনূসের যুক্তরাজ্য সফরে ৫ সফলতা, জানালেন প্রেস সচিব

তিনি ‘আরও কিছু আসছে’ ইঙ্গিত দিয়ে বলেন, ‘শাসকগোষ্ঠী বুঝতেই পারেনি কী তাদের ওপর নেমে এসেছে, কিংবা সামনে কী অপেক্ষা করছে। তারা এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।’

তিনি ইরানি জনগণের উদ্দেশে বলেন, ‘এটাই তোমাদের সুযোগ—উঠে দাঁড়াও, প্রতিবাদ করো, তোমাদের কণ্ঠস্বর নিয়ে এগিয়ে যাও। এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার—নিজেদের পতাকা ও গৌরবময় ইতিহাসের পক্ষে দাঁড়ানোর। এই দমনমূলক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এখনই জরুরি।’

নেতানিয়াহু জানান, ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি বন্ধ করা। পাশাপাশি তিনি দাবি করেন, ‘আমরা শুধু আমাদের নিরাপত্তা নিশ্চিত করছি না, আপনাদের স্বাধীনতার পথও পরিষ্কার করছি।’

নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এল, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত ঘনীভূত হচ্ছে এবং যুদ্ধের আশঙ্কা তীব্রতর হয়েছে।

সূত্র : বিবিসি

টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9