ইসরায়েলে ইরানের হামলায় নারী নিহত, আহত বেশ কয়েকজন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ১৫ জুন ২০২৫, ১০:৩৫ AM
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে একজন নারী নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে ইসরায়েলি পুলিশের বরাতে জানিয়েছে, শুক্রবার রাতে তেলআবিবের উপকণ্ঠে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ওই নারী নিহত হন। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করে।
এছাড়াও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত জানান, হামলায় এক নারী নিহত হন এবং আরও প্রায় ৪০ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান বেশ কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় এই হামলা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।