অবিলম্বে মহিলা ক্রীড়া সংস্থা কমিটি প্রত্যাহারের দাবি
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০৭:০৯ PM
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে সেই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে রবিবার (২৬ অক্টোবর) বিকেলে মোহামেডান স্পোর্টিং ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ৬ সাবেক নারী ক্রীড়াবিদ ও সংগঠক। অবিলম্বে এই কমিটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
ক্রীড়াঙ্গনের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সাবেক তারকা ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানার নেতৃত্বেই আজ সংবাদ সম্মেলন হয়। তিনি বলেন, 'ক্রীড়াঙ্গনের কমিটিতে ক্রীড়াবিদ ও সংগঠক থাকা স্বাভাবিক। সেখানে আইনজীবী বা অধ্যাপক কেন থাকবে? আমাদের ক্রীড়াঙ্গনে অনেক যোগ্য নারী আছেন, যারা সভাপতি বা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্য। আমরা ক্রীড়া উপদেষ্টার কাছে অনুরোধ জানাই, এই কমিটি দ্রুত পরিবর্তন করুন। ক্রীড়া উপদেষ্টা যদি পদক্ষেপ না নেন, তাহলে আমরা প্রধান উপদেষ্টার শরণাপন্ন হব।'
ডানা আরও বলেন, 'ক্রীড়া উপদেষ্টা রাজনৈতিক প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়ার কথা বলেছিলেন। কিন্তু মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলীকে এবার সাধারণ সম্পাদক করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।'
সাবেক এই তারকা ক্রীড়াবিদ বলেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুল সভাপতি ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন, ফুটবল ফেডারেশনে সভাপতি তাবিথ আউয়াল নিজেও সাবেক ফুটবলার। তাহলে মহিলা ক্রীড়া সংস্থায় সভাপতি বা সাধারণ সম্পাদক সাবেক নারী ক্রীড়াবিদ থেকে কেন নয়?'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দু'জন পরিচালক মনোনীত করতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ। একজন পরিচালকের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকায় তাকে বদলের ঘোষণা দেয় ক্রীড়া পরিষদ। এ নিয়ে ডানা প্রশ্ন তোলেন, 'জাতীয় ক্রীড়া পরিষদ রাজনৈতিক সম্পৃক্ততার কারণে ক্রিকেট বোর্ডের এক পরিচালককে বদলের ঘোষণা দিয়েছে। তাহলে মহিলা ক্রীড়া সংস্থায় একই নিয়ম প্রযোজ্য হবে না কেন? সাধারণ সম্পাদক নেলী আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে এসেছিলেন, এখন আবার কিভাবে তিনি সাধারণ সম্পাদক হন?'
ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের কিংবদন্তি শুটার সাবরিনা সুলতানা বলেন, 'দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে আছি। কিন্তু শুটিং ফেডারেশন কিংবা মহিলা ক্রীড়া সংস্থায় আমাদের কোনো জায়গা হয় না। নতুন কমিটিতে দেখি এমন অনেকের নাম, যাদের ক্রীড়াঙ্গনে কেউ চেনে না। এই কমিটি অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানাই।'
সাবেক খেলোয়াড় নাসিমা পারভীন শিরিন বলেন, 'আমি বিগত কমিটিতে ছিলাম। নেলী আমাদের মতো সাবেক ক্রীড়াবিদদের সঙ্গে অশোভন আচরণ করেছে। তিনি কখনো খেলোয়াড় বা সংগঠক ছিলেন না। আমরা তাকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নিতে পারি না।'