সংগীত ব্যান্ড ওয়ারফেজের নামে আসছে জিপো লাইটার

জিপো লাইটারের প্রতীকী ছবি এবং ওয়ারফেজের লোগো
জিপো লাইটারের প্রতীকী ছবি এবং ওয়ারফেজের লোগো  © সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজের টিম বর্তমানে কানাডা সফরে আছে। এ সফরের মধ্যেই এসেছে বিশেষ সুখবর—দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের নামে বাজারে আসছে নিজস্ব জিপো লাইটার।

চলতি বছরের শেষের দিকে দুটি ভিন্ন ডিজাইনের লাইটার বাজারে পাওয়া যাবে। ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে। দেশে ফেরার পর আগামী মাসে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ব্যান্ডটি।

জিপো লাইটারের বিপণন দায়িত্বে রয়েছে ‘লাক্সকো ট্রেডিং’। ২৮ আগস্ট প্রতিষ্ঠানটির গুলশান অফিসে ওয়ারফেজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে এটি প্রস্তুত হচ্ছে। যা নভেম্বরে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক ইরফান হোসেন। ইরফান হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এটি শুধু একটি চুক্তি নয়, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রায় শত বছরের পুরোনো জিপো সব সময় মিউজিশিয়ানদের সঙ্গে কাজ করেছে এসেছে। এরই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার প্রথম ব্যান্ড হিসেবে ওয়ারফেজের সঙ্গে পথচলা শুরু হলো। একজন বাংলাদেশি হিসেবে যা আমাদের জন্য গর্বের। ওয়ারফেজ ঢাকায় ফিরলেই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত সবাইকে জানাব।’

ওয়ারফেজ ব্যান্ডের দলনেতা, ড্রামার শেখ মনিরুল টিপুও চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। বৃহস্পতিবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, এত এত কিংবদন্তির সঙ্গে জিপো কাজ করেছে, কার নাম রেখে কার নাম বলব। সেখানে আমাদের জায়গা পাওয়া সত্যিই গর্বের। চার দশকের পথচলা উপলক্ষে অনেক বড় একটা উপহার পাচ্ছি, যার কৃতিত্ব ভক্তদের, তাদের ভালোবাসায় আমরা আজ এ অর্জন করতে পেরেছি। বাংলাদেশের পরিবেশকদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে, ডিজাইন চূড়ান্ত হয়ে তা উৎপাদনেও চলে গেছে।

প্রসঙ্গত, ‘লাক্সকো ট্রেডিং’ জানিয়েছে, বাজারে পাওয়া যাবে দুটি ভিন্ন ডিজাইনের জিপো। যার এক পাশে থাকবে ওয়ারফেজ ব্যান্ডের অ্যালবাম আর্ট, আরেক পাশে থাকবে ব্যান্ডের লোগো। তবে এটি কিনতে কত খরচ করতে হবে, তা শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে ‘লাক্সকো ট্রেডিং’।

 


সর্বশেষ সংবাদ