ঢাবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘কুয়াশার গান’ কনসার্ট © সংগৃহীত
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক প্রত্যয়ে স্পিরিটস অব জুলাই ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুয়াশার গান’ কনসার্ট।
আগামী ১৭ জানুয়ারি (শনিবার) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দেশের জনপ্রিয় ও খ্যাতনামা ব্যান্ড ও শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। অংশগ্রহণকারী ব্যান্ডগুলোর মধ্যে রয়েছে: কৃষ্ণপক্ষ, আভাস (Avash), চিরকুট এবং অ্যাশেস (Ashes)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪ টা থেকে শুরু হওয়া এই সংগীতানুষ্ঠানে পর্যায়ক্রমে শিল্পীরা পরিবেশন করবেন তাদের সংগীত। সংগীতের মাধ্যমে মানবিক সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
স্পিরিটস অব জুলাই-এর আহ্বায়ক এহসান দ্রুব বলেন, সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। সকলের অংশগ্রহণ এই উদ্যোগকে আরও অর্থবহ করে তুলবে।
ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা তারা ক্যাম্পাসে শীতকালীন একটা কনসার্ট উপভোগ করতে চান। সে-ই লক্ষেই আমাদের এই আয়োজন ‘কুয়াশার গান’। আশা করি শিক্ষার্থীরা এই সংগীত অনুষ্ঠান উপভোগ করে আনন্দিত হবেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, এই দাতব্য সংগীতানুষ্ঠানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক প্রয়াসকে সফল করবে।
উল্লেখ্য, কনসার্টটিতে স্পন্সর হিসেবে থাকছে সিটি ব্যাংক ও এক্স ফোর্স নামক এক প্রতিষ্ঠান।