নতুন বছরেও ফিরছে মনির খানের ‘অঞ্জনা’

মনির খান
মনির খান  © সংগৃহীত

বাংলা গানের জগতে ‘অঞ্জনা’ এক আবেগের নাম। আর এই নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। দীর্ঘ তিন দশক ধরে ‘অঞ্জনা’ সিরিজের গানগুলো শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন তিনি।

বছরের শুরুতেই চমক দিতে যাওয়া গানটির গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম দিনেই (১ জানুয়ারি) ‘অঞ্জনা’ সিরিজের নতুন গানটি প্রকাশ পাবে। গত কয়েক বছর ধরে বছরের শুরুতে এই সিরিজের গান প্রকাশের যে রীতি তৈরি হয়েছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। খুব শীঘ্রই মনির খান গানটিতে কণ্ঠ দেবেন।

তিন দশকের এই যাত্রায় প্রথমে ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-তে প্রথম ‘অঞ্জনা’ গানটি স্থান পায়। সেই শুরু, এরপর থেকে বিরহ আর আবেগের মিশেলে এই সিরিজের প্রতিটি গানই শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এখন ‘অঞ্জনা’ গানটি মনির খানের ক্যারিয়ারের এক অনন্য সিগনেচার বা ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে।

নতুন বছরে এই গানটি আবারও পুরোনো স্মৃতি আর নতুন সুরের মূর্ছনায় শ্রোতাদের মাতাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!