এটুআই প্রোগ্রামের সঙ্গে সমঝোতা স্মারক, ক্যাশলেস হচ্ছে বিএমইউ

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:০২ PM
এটুআই প্রোগ্রামের সঙ্গে বিএমইউর সমঝোতা স্মারক অনুষ্ঠান

এটুআই প্রোগ্রামের সঙ্গে বিএমইউর সমঝোতা স্মারক অনুষ্ঠান © সংগৃহীত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমে গতি ও আর্থিক স্বচ্ছতা আনতে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। সমঝোতার আওতায় বিএমইউতে ক্যাশলেস পেমেন্ট সলিউশন তৈরিতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

আজ বুধবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বিএমইউএর পক্ষে স্বাক্ষর করেন বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান। এটুআই প্রোগ্রামের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা. আব্দুর রফিক, হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম ও কনসালটেন্ট (সরকারি পেমেন্ট সেবা) মোহাম্মদ শাহাদাত হোসেন। এসময় বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করা হয়।

জানা গেছে, বিএমইউর চিকিৎসা পরিষেবা, শিক্ষাদান এবং গবেষণার সকল কার্যক্রমের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও সহজীকরণের লক্ষ্যে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে বিএমইউর ওয়েবপোর্টাল বা সিস্টেমের সংশ্লিষ্ট সকল সেবার ফি ও আনুষঙ্গিক বিল সংগ্রহ প্রক্রিয়াকে এটুআই প্রোগ্রামের সমন্বিত পেমেন্ট প্ল্যাটফর্ম একপে’র সাথে সংযুক্ত করে যে কোনো ডিজিটাল পেমেন্ট পদ্ধতি (এমএফএস, ডিজিটাল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, এজেন্ট ব্যাংকিং কিংবা শাখা ব্যাংকিং) ব্যবহারের মাধ্যমে নাগরিকরা তাদের প্রদেয় ফি অথবা বিল যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সহজে পরিশোধ করতে পারে— তেমন একটি পেমেন্ট সলিউশন তৈরিতে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা এই সমঝোতা স্মারকের প্রধান উদ্দেশ্য। যার ফলে বিএমইউর আধুনিক চিকিৎসা সেবা প্রদান, শিক্ষাদান এবং গবেষণার সার্বিক কার্যক্রমের অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ ক্যাসলেস পদ্ধতি বাস্তবায়ন সহজ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বিএমইউ এবং এটুআইয়ের মধ্যে আজকের এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএমইউতে পেপারলেস কার্যক্রম বাস্তবায়নের এক দীর্ঘ যাত্রা শুরু হল। এই কার্যক্রমের মাধ্যমে রোগীরা সহজেই বিভিন্ন ধরণের পেমেন্ট ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করতে পারবেন। তাছাড়া ভবিষ্যতে রোগীদের স্বাস্থ্যগত সকল ধরণের রেকর্ড সংরক্ষণ করা সম্ভব হবে। যা বিএমইউর শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় বড় ধরণের অবদান রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণাকে জোরদার, গতিশীল, সমৃদ্ধ করা এবং রোগীদের ভোগান্তি দূর করাসহ চিকিৎসা সেবা প্রাপ্তিকে সহজীকরণ করতে আজকের এই সমঝোতা স্মারক বিশেষ অবদান রাখবে।

বিএমইউ রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ ও ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন প্রমুখ।

​২২ বছর পর রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
  • ২৮ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ
  • ২৮ জানুয়ারি ২০২৬
মায়েদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার চালু করা হব…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণায় নারীদের ওপর হামলা, ইউটিএলের নিন্দা 
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে দৃশ্যমান পরি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
সাংবাদিককে পাহাড়ে নিয়ে পেটানোর হুমকি দেওয়া নেতাকে ছাত্রদলের…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage