বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রেডিওথেরাপি মেশিন, হবে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট

০১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ PM
ফায়ারসাইড আলোচনা সভায় অতিথিরা

ফায়ারসাইড আলোচনা সভায় অতিথিরা © সংগৃহীত

ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন ক্রয়ে ৩৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (১ নভেম্বর) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়োজিত ‘প্রমাণভিত্তিক প্রিসিশন অনকোলজি: শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের সমন্বয়’ শীর্ষক ফায়ারসাইড আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রিসিশন অনকোলজির ভবিষ্যৎ, এআই-নির্ভর ক্যান্সার চিকিৎসা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা এবং গবেষণাভিত্তিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয়।

ভিসি অধ্যাপক শাহিনুল আলম বলেন, অনকোলজি বিভাগে এআইভিত্তিক অত্যাধুনিক রেডিওথেরাপি মেশিন কেনার জন্য ৩৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। বিএমইউতে একটি ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে, যেন রোগীরা আধুনিক সেবা পান এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও প্রশিক্ষণ নিতে পারেন। এ বিষয়ে শিগগিরই ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুরের ডেপুটি সিইও (স্ট্র্যাটেজিক পার্টনারশিপস) এবং ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের প্রফেসর ডা. হান চং তোহ। তিনি আন্তর্জাতিক অঙ্গনে প্রিসিশন অনকোলজির অগ্রগতি এবং বাংলাদেশে উচ্চমানের ক্যান্সার চিকিৎসা ও গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

অনুষ্ঠানে অনকোলজি বিভাগের এমডি ও এফসিপিএস রেসিডেন্টরা তাদের কারিকুলাম শেয়ার করেন এবং কেস প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এ সময় ‘এআই ইন রেডিওথেরাপি কনটোউরিং’ বিষয়ে উপস্থাপনা করেন ডা. মাহমুদ হাসান।

এসএসসি পরীক্ষায় ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি
  • ১৮ জানুয়ারি ২০২৬
সাভারে যাত্রা শুরু হলো বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, নিয়োগ ঢাকাসহ ১৫ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ‘টিম গ্রিন ডাই’ বিজয়ী
  • ১৮ জানুয়ারি ২০২৬
বৈষম্যহীন সমাজ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়ের আহ্বান স্বাস্থ্য উপ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্লে-অফের আগে আরও এক তারকাকে দলে ভেড়াল সিলেট টাইটান্স
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9