বিএমইউতে তিন দিনের আন্তর্জাতিক প্যাথলজি সম্মেলন শুরু হচ্ছে ৭ নভেম্বর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:২২ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৯:২৬ PM
আগামী ৭ নভেম্বর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) শুরু হচ্ছে আন্তর্জাতিক প্যাথলজি সম্মেলন। যুক্তরাজ্যের রয়েল কলেজ অব প্যাথলজির এক্রিডিটেশন (প্রাতিষ্ঠানিক স্বীকৃতি) নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে স্পিকার হিসেবে থাকবেন দেশি-বিদেশি ১৩ প্যাথলজি বা রোগতত্ত্ব বিশেষজ্ঞ।
বিএমইউর প্যাথলজি বিভাগের আয়োজনে অনুষ্ঠাতব্য প্যাথলজি সম্মেলনের সহযোগিতায় রয়েছে রয়েল কলেজ অব প্যাথলজি। সহযোগিতায় আরও রয়েছে বাংলাদেশ একাডেমি অব প্যাথলজিস্টস ও বিএমইউ প্যাথলজি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
প্যাথলজি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ নভেম্বর সকাল সাড়ে ৮টা থেকে ৯ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত বিএমইউর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এবং সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার গ্যালারিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে রোগ নির্ণয় ও চিকিৎসার মধ্যে সমন্বয় সংক্রান্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো রয়্যাল কলেজ অব প্যাথলজির এক্রিডিটেশন নিয়ে আন্তর্জাতিক প্যাথলজি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে রয়্যাল কলেজ অব প্যাথলজি সর্বমোট ১৬ ধারাবাহিক পেশাগত উন্নয়ন (সিপিডি) ক্রেডিট স্বীকৃতি দিয়েছে। সকলের সহযোগিতা কামনা করছি।’
জানা গেছে, সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যাথলজিস্ট, অনকোলজিস্ট ও গবেষকরা বক্তব্য দেবেন। তারা উন্নয়নশীল ও মধ্যম আয়ের দেশগুলোর প্রেক্ষাপটে প্যাথলজি চর্চার নানা দিক, চিকিৎসা প্রক্রিয়ার সঙ্গে ল্যাবরেটরি সার্ভিসের সমন্বয়ের সম্ভাবনা এবং সেই সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসার গুণগত মানোন্নয়ন নিয়ে তাদের গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরবেন। সম্মেলনে থাকবে পোস্টার প্রেজেন্টেশনসহ বিভিন্ন গবেষণা উপস্থাপনা, যা প্যাথলজি পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও জ্ঞান বিনিময়ের একটি সুযোগ তৈরি করবে। এতে পেশাগতভাবে কর্মরত প্যাথলজিস্ট, প্যাথলজির শিক্ষক এবং সিনিয়র রেসিডেন্ট ও অনকোলজিসহ সংশ্লিষ্ট শাখার পেশাজীবীরা অংশ নেবেন।
সম্মেলনে স্পিকার হিসেবে থাকবেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব প্যাথলজির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মার্তা কোহেন (ওবিই), একই প্রতিষ্ঠানের প্রফেসর আমিন ইসলাম, যুক্তরাজ্যের এমএসই এনএইচএস ট্রাস্টের ড. এ কে এম শামসুল আলম ও ড. রফিকুল ইসলাম, নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব আমস্টার্ডমের প্রফেসর ডাফনে ডে জং, সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ড. জাবেদ ইকবাল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক মেডিকেল কলেজের প্রফেসর এম বি জামান (অবসরপ্রাপ্ত) ও প্রফেসর হুমায়ুন কে ইসলাম, কানাডার সেন্ট জোসেফ’স রিজিওনাল হসপিটালের প্রফেসর মোহাম্মদ মনোয়ার হোসেন, ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালের প্রফেসর সুমিত গুজরাল এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. জিল্লুর রহমান, বিভাগের প্রফেসর ফেরদৌসী বেগম ও প্রফেসর সুলতানা গুলশানা বানু।