দক্ষ হলেই হবে না, রোগীর প্রতি চিকিৎসকের সহানুভূতি থাকা আবশ্যক: বিএমইউ ভিসি

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ PM
সেমিনারে বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম

সেমিনারে বক্তব্য রাখছেন বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম © সংগৃহীত

সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। চিকিৎসা ক্ষেত্র কেবল রোগ নিরাময়ের জন্য নয়, বরং রোগীর প্রতি সম্মান ও দায়িত্ববোধ প্রদর্শনের জন্য বলেও মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিএমইউ এ ব্লক অডিটোরিয়ামে ‘হিউম্যান ভ্যালুস অ্যান্ড এটিকেট ইন ইউনিভার্সিটি হেলথ কেয়ার প্র্যাকটিস’ শীর্ষক সেন্ট্রাল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় বিএমইউতে বিজ্ঞান, নৈতিকতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে স্বাস্থ্য সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, একজন চিকিৎসক শুধু রোগ নিরাময়ে দক্ষ হতে হবে না, তার মধ্যে মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং রোগীর প্রতি সহানুভূতি থাকা অত্যাবশ্যক। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই দিকগুলো শিক্ষার্থীদের মধ্যে তৈরি করা হবে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তারা স্বাস্থ্য শিক্ষায় নৈতিকতার গুরুত্ব, শিক্ষার্থীদের আচরণগত মান উন্নয়ন এবং রোগীর প্রতি দায়িত্বশীল মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আইসিডিডিআর,বির মানসিক ও শিশু স্বাস্থ্য বিভাগের ড. আহমেদ এহসানুর রহমান এবং ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিনিয়র কনসাল্টেন্ট ফরেনসিক প্যাথলজিস্ট অধ্যাপক ডা. মোহাম্মদ নাসিমুল ইসলামও বক্তব্য উপস্থাপন করেন। তারা চিকিৎসা ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি, রোগীর প্রতি সম্মান এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার বাস্তব উদাহরণ তুলে ধরেন।

সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারপার্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা। কমিটির সদস্য সচিব ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুনের সঞ্চালনায় সেমিনারে শিক্ষার্থীরা সরাসরি প্রশ্নোত্তর ও মতবিনিময় অংশেও সক্রিয় অংশগ্রহণ করেন।

ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9