৪ বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনডেন্ট’ পর্যবেক্ষকেরা: ইসি সচিব

২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ PM
ইসি সচিব আখতার আহমেদ

ইসি সচিব আখতার আহমেদ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠালেও তাদের পক্ষ থেকে ‘ইন্ডিপেনডেন্ট’ পর্যবেক্ষকেরা মাঠ পর্যায়ে ভোট পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ বুধবার (২৮ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব এসব তথ্য জানান।

মার্কিন পর্যবেক্ষকদের উপস্থিতির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় তাঁরা নিজেদের মতো পর্যবেক্ষণে যাবেন। বাট নট ফরমাল অবজারভার্স। উনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি।’ বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের কারিগরি ও প্রশাসনিক বিভিন্ন দিক সম্পর্কে গভীর আগ্রহ দেখিয়েছেন উল্লেখ করে সচিব বলেন, ‘ভোটে আমরা কি করছি, কীভাবে ভোট কাউন্ট করা হবে, কোথায় আসবে, গণনার সময়সীমা কত—এসব বিষয়গুলো জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। আমরা রাষ্ট্রদূতকে আমাদের ব্যালট পেপারের আকার, আকৃতি সম্পর্কে বলেছি। সেটার একটা নমুনাও দেখিয়েছি।’

বৈঠকে নির্বাচনী আচরণবিধি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। সচিব জানান, ‘আমাদের কাছে জানতে চেয়েছিলেন কোড অব কন্ডাক্টের কথা। আমরা বলেছি, আমাদের এখানে কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল আছে। আর আমাদের আসনগুলোর লেভেলে যে ইনকোয়ারি কমিটি, ম্যাজিস্ট্রেট যাঁরা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করা হচ্ছে।’

এছাড়া মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা বা কোনো প্রকার প্রশাসনিক বাড়াবাড়ির আশঙ্কা আছে কি না, রাষ্ট্রদূতের এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, ‘আমরা তাঁকে বলেছি প্রাথমিকভাবে খবরগুলো আসে স্থানীয়ভাবে। এমন কোনো কিছু আমাদের নলেজে নেই। যদি এটা হয়ে থাকে, তাহলে স্থানীয়ভাবে এটাকে নিষ্পত্তি করা হবে। আর যদি স্পেসিফিক কোনো কিছু বলেন, তাহলে আমরা এটার উত্তরটা দিতে পারব।’ 

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নতুন প্রজন্মকে আদব শেখাতে শেখ সাদীর কবিতার পঙতি পাঠ করলেন ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, তিন দিন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে তিন ইউনিট
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage