নির্বাচনে যুক্তরাষ্ট্র কাদের পক্ষে, অবস্থান পরিষ্কার করলেন মার্কিন রাষ্ট্রদূত

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ PM
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যুক্তরাষ্ট্র সরকার কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত একথা বলেন। তাদের অবস্থান বাংলাদেশের জনগণের রায়ের পক্ষে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশি জনগণের নির্বাচনে প্রতিনিধি চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জনগণ যে সিদ্ধান্ত নেবে তার প্রতি যুক্তরাষ্ট্র সরকারের সমর্থন ও সহযোগিতা থাকবে।’

বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে।’ গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিন প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, এবার বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন উৎসব হবে। তার কথায় আমিও অত্যন্ত উৎসাহ বোধ করছি।’

আরও পড়ুন: পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উৎসাহিত। জনগণ তাদের মূল্যবান ভোট দিচ্ছেন, এটিও আপনাদের মত নির্বাচনের ফলাফল দেখার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তিনি আরও বলেন, ‘আশা করি এটি একটি সত্যিকার অর্থেই উৎসবমুখর নির্বাচন হবে, যেখানে দেশের সব ভোটার নিজেদের মতামত প্রকাশ করবেন। আশা করছি, আসন্ন নির্বাচন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিব আখতার আহমেদ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
চালক সংকটে বন্ধ জাবিপ্রবির বাস, ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ২৮ জানুয়ারি ২০২৬
৪ বিভাগে ভোট পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্রের ‘ইন্ডিপেনডেন্ট’…
  • ২৮ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাস ও নাসিরুদ্দিনের সঙ্গে ডিবেট করতে চান মেঘনা আলম
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ নিয়ে সভার তারিখ জানাল এনটিআরসিএ
  • ২৮ জানুয়ারি ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage