এবার চাকসু এজিএসকে কাছে ডেকে নিয়ে নির্বাচনী প্রচারে তারেক রহমান

২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪২ PM
চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঙ্গে কথা বলছেন তারেক রহমান

চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকের সঙ্গে কথা বলছেন তারেক রহমান © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিককে এবার মঞ্চে নিজের সামনে বসিয়ে নির্বাচনী প্রচারণা চালালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুরে বিএনপির নির্বাচনী প্রচারণার সমাবেশ মঞ্চের সামনে বসে দুজনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়।

এর আগে গত রোববার দীর্ঘ দুই দশক পর বন্দর নগরী চট্টগ্রামের সমাবেশে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে হোটেল রেডিসন ব্লুতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টকে’ অংশ নেন তিনি। 

এই পলিসি টকে আমন্ত্রণ পাননি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচিত তৌফিক। পরবর্তীতে এ নিয়ে ছাত্রদল নেতা ও তার মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়। বিষয়টি নিয়ে সমালোচনাও হয় বিভিন্ন মহলে।

জানা গেছে, তৌফিকের নিজ এলাকা গাজীপুরে নির্বাচনী প্রচারণায় তারেক রহমান অংশ নিলে তৌফিককে মঞ্চের সামনে তিনি নিজেই জায়গা করে দেন। গাজীপুর নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন তারেক রহমান। তাদের দুজনকে বিভিন্ন বিষয়ে আলাপও করতে দেখা যায়।

আরও পড়ুন: তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল নেতারা, বাদ চাকসু এজিএসও

এ বিষয়ে জানতে চাইলে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘তারেক রহমান যখন আমার জন্মভূমি গাজীপুরে গিয়েছিলেন, তখন তিনি আমাকে আগেই মঞ্চে ডেকে নেন। সেখানে আলাপকালে তিনি মূলত গাজীপুর নিয়ে তার স্বাধীনতা যুদ্ধের আগের শৈশবের স্মৃতিচারণ করছিলেন। বিশেষ করে গাজীপুর রাজবাড়ী মাঠ এবং ওখানকার বাংলোতে কাটানো দিনগুলোর কথা তিনি বিস্তারিত বলছিলেন।’

তিনি বলেন, ‘​স্মৃতিচারণের পাশাপাশি তিনি আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি, ছাত্রদলের অবস্থা বিষয়ে কথা বলছিলেন। এছাড়া নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং দেশের জাতীয় রাজনীতি নিয়ে আমাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। সব মিলিয়ে আলোচনাটি ছিল অত্যন্ত আন্তরিক এবং খোশগল্পের মতো।’

হাসনাত আব্দুল্লাহকে সবচেয়ে জেনুইন এবং সাহসী মনে হয়েছে: সালম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কব্জির জোরে দুই যুগ ধরে ভাড়া আদায় করছে চসিকের সাবেক মেয়র রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ক্ষমতায় গেলে ১ মাসের মধ্যে হাদী হত্যার বিচার করবে এগারো দল…
  • ২৮ জানুয়ারি ২০২৬
পায়ের ভুল অপারেশনে স্বপ্ন ভঙ্গের পথে তাকওয়ার
  • ২৮ জানুয়ারি ২০২৬
চাচাকে বাবা বানিয়ে কোটায় বিসিএস ক্যাডার হওয়া সেই ইউএনও গ্রে…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির নতুন তারিখ ঘোষ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage