পথসভায় বক্তব্য দিচ্ছেন সালাহউদ্দিন আহমদ © টিডিসি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার গঠন করবে। বিএনপি এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যেখানে আর কোনো মানুষ গুম হবে না, কোনো মা তার সন্তান হারানোর বেদনায় কাঁদবে না।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে যেন আর কখনো এই কথা শুনতে না হয়—কেউ গুম হয়েছে। বিএনপি সেই বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারবে।’
সালাহউদ্দিন বলেন, বিএনপির কর্মসূচি, পরিকল্পনা ও রাষ্ট্রচিন্তা যদি জনগণ পছন্দ করে, তাহলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপিকে ভোট দেবে। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও তাদের কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
একটি রাজনৈতিক দলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছু দল ভোট দিলে মরার পর জান্নাত পাওয়া যাবে—এমন বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি দীর্ঘ ৩৫ বছর ধরে আপনাদের সঙ্গে রাজনীতি করছি। ২০০৮ সালে কারাবন্দি থাকায় নির্বাচন করতে পারিনি। সে সময় আমার স্ত্রী অ্যাডভোকেট হাসিনা আহমদ আমার চেয়েও বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন। এজন্য আমি ও আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ।’
সালাহউদ্দিন বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আমার জীবনও একসময় হুমকির মুখে পড়েছিল। দেশে এমন সময় ছিল, যখন মানুষ মুক্তভাবে কথা বলতে কিংবা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।’
পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।