আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জার্সির দাম যত, যেভাবে পাওয়া যাবে

আর্জেন্টিনার জার্সি
আর্জেন্টিনার জার্সি   © সংগৃহীত

৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এরপর পেরিয়েছে প্রায় তিন বছর। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে আরও একটি বৈশ্বিক মহারণ। যেখানে ফেভারিট হিসেবেই খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অবশ্য, বিশ্বকাপের প্রায় ৭ মাস বাকি থাকলেও এরই মাঝে প্রকাশ্যে এসেছে লা আলবিসেলেস্তেদের জার্সি। এতে ভক্তদের উন্মাদনাও দ্বিগুণ বেড়েছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রায় ৭ মাস আগেই ২২টি দেশের জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। যেখানে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও রয়েছে।

অতীতের গৌরব আর আধুনিকতার ছোঁয়া মিলিয়ে লিওনেল মেসিদের নতুন জার্সি ডিজাইন করা হয়েছে। নতুন এই জার্সিতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙের মিশ্রণ থাকছে। ক্লাসিক নীল ডোরাকাটার ওপর গ্রেডিয়েন্ট ইফেক্ট রাখা হয়েছে, অর্থাৎ মোটা নীল স্ট্রাইপের মাঝামাঝি হালকা রঙের মিশ্রণ থাকবে। নকশাটি ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের তিনটি বিশ্বকাপজয়ী জার্সির রঙ থেকে অনুপ্রাণিত।

গলার পেছনে বিশেষ এক স্মারক চিহ্ন ‘১৮৯৬’ যোগ করা হয়েছে। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষের প্রতীক। এএফএ জানিয়েছে, এই জার্সি কেবল পোশাক নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের ইতিহাস ও গর্বের প্রতিফলন।

অ্যাডিডাস জানিয়েছে, আপাতত চুক্তিবদ্ধ থাকা দেশগুলোর জার্সি প্রকাশ করেছে তারা। আর্জেন্টিনার বিশ্বকাপ জার্সি উন্মোচনে অধিনায়ক মেসি উপস্থিত ছিলেন। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জার্সি অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট কিছু দোকানে পাওয়া যাবে। এই জার্সি কিনতে ১০০ থেকে ১৮০ ডলার অর্থাৎ ১২ থেকে ২২ হাজার টাকার মতো খরচ করতে হবে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!