ইতিহাস গড়ে ৫৪ কোটি পেল ভারত, বাকিদের পকেটে কত ঢুকল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। রবিবার (২ নভেম্বর) নাবি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে প্রোটিয়া মেয়েদের ৫২ রানে হারায় টিম ইন্ডিয়া। অবশ্য, ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। তৃতীয়বারের চেষ্টায় শিরোপা ঘরে তুলল হারমানপ্রিত কৌরের দল। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার বেদনায় পুড়ল দক্ষিণ আফ্রিকা।
এদিকে শিরোপার পাশাপাশি বিরাট আর্থিক পুরস্কারও পকেটে পুরেছে ভারতীয় দল। নারী ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের টুর্নামেন্টে মোট ১৩ দশমিক ৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা) পুরস্কার ধরা হয়েছিল, যা নারীদের যেকোনো বৈশ্বিক ক্রিকেট আসরের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও আসন্ন বিশ্বকাপে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়ে ২৯৭ শতাংশ বেশি, ওই আসরে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।
আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ৪ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৫৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার প্রায়), যা গতবারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০২২ সালে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।
এবার রানার্স-আপ দক্ষিণ আফ্রিকার প্রাপ্তি চ্যাম্পিয়নের ঠিক অর্ধেক, ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার প্রায়), যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।
এবার দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ১ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার করে (বাংলাদেশি টাকায় ১৩ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার প্রায়) পাচ্ছে। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার করে (বাংলাদেশি টাকায় ৪১ লাখ ৯৭ হাজার প্রায়) তো থাকছেই। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৮ কোটি ৫৬ লাখ ২৫ হাজার প্রায়) করে পাচ্ছে।
লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তমস্থানে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ নারী দল। অবস্থানের ভিত্তিতে এ জন্য তারা পাচ্ছে ২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পুরস্কার। এছাড়া ৭ ম্যাচে একমাত্র জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে, যার জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার পুরস্কারও পাচ্ছে। সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ পাচ্ছে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকার সমান।