প্রথমবারের মত বিশ্বকাপ জিতল ভারত

০৩ নভেম্বর ২০২৫, ০৭:২২ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৫, ০৭:২৬ AM
ভারত নারী ক্রিকেট দল

ভারত নারী ক্রিকেট দল © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার ভারতে নাভি মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মেয়েরা। দলটি দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে তারা। এর আগে দু’দুবার ফাইনালে উঠেও ট্রফি ছোঁয়া হয়নি, তবে এবার আর ব্যর্থ হয়নি ভারতীয় মেয়েরা। নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরেছে। 

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। ওপেনিং জুটিতে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা যোগ করেন ১০৪ রান। যা নারী ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। মান্ধানা ফেরেন ৪৫ রানে, আর শেফালি খেলেন ৮৭ রানের ঝলমলে ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষদিকে দীপ্তি শর্মা ও রিচা ঘোষ ইনিংস মেরামত করেন।  দীপ্তি করেন ৫৮ রান, রিচা যোগ করেন ৩৪।  তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ২৯৮ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াবঙ্গা খাকা নেন সর্বোচ্চ ৩ উইকেট।

২৯৯ রানের কঠিন লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরু করে দক্ষিণ আফ্রিকা।  লরা ওয়লভার্ট ও তাজমিন ব্রিটস যোগ করেন ৫১ রান। কিন্তু তাজমিন রানআউট হয়ে ফিরতেই চাপ বাড়তে থাকে প্রোটিয়াদের ওপর।  পরপর উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় দলটি।  তবুও ওয়লভার্ট একাই লড়ে যান।  করেন ৯৮ বলে দারুণ ১০১ রান। কিন্তু অন্য প্রান্তে কেউই দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত ২৪৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

ভারতের হয়ে দীপ্তি শর্মা একাই নেন ৫ উইকেট, আর শেফালি বর্মা পান ২টি। ম্যাচসেরার পুরস্কার ওঠে দীপ্তির হাতেই।

এই জয়ে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতল ভারত।  নাভি মুম্বাইয়ের রাতটা তাই হয়ে রইল ভারতীয় নারী ক্রিকেটের ইতিহাসে সোনালি অধ্যায়।

‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্য, বিএনপির আহ্বায়ককে শোকজ
  • ১৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9