নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব

০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ AM
ভারত-দক্ষিণ আফ্রিকা

ভারত-দক্ষিণ আফ্রিকা © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। রবিবার (২ নভেম্বর) ভারতের নাবি মুম্বাইয়ে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু ফাইনালে হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেজদের প্রতিপক্ষ লরা উলভার্ট, ননকুলুলেকো এমবালা, ক্লার্কের দক্ষিণ আফ্রিকা। ২০০৫ ও ২০১৭ সালের পর তৃতীয়বারের মতো ফাইনাল খেলবে ভারত। প্রথমবার ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। দুই প্রতিপক্ষের লড়াইয়ে জয়ী দল হবে নারী বিশ্বকাপের নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

এর আগের ১২ আসরের সাতবার অস্ট্রেলিয়া, চারবার ইংল্যান্ড ও একবার নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দল পুরুষদের সর্বশেষ টি-২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে। গত বছরের জুনে ব্রিজটাউনের ফাইনালে ৭ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত।

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্র্রেলিয়া হারায় ভারত। প্রথমে ব্যাট করে ৩৩৮ রানের আকাশসমান স্কোর সংগ্রহ করেছিল অস্ট্রেলিয়া। ফিল্ডিং শেষে হারমানরা সাজঘরে ফিরলে কোনো কথা বলেননি ভারতীয় কোচ অমল। শুধু সাদা কাগজে একটি বাক্য লিখে রেখেছিলেন- ‘অস্ট্র্রেলিয়া যে রান করেছে, তার চেয়ে ১ রান বেশি করতে হবে।’ হারমান, মান্ধানা, জেমিমারা রুমে ঢুকে দেয়ালে সাঁটানো সাদা কাগজে লেখাটা দেখেন। ওই লেখাই দলকে পাল্টে দেয়। ৩৩৯ রানের টার্গেট অনায়াসে পেরিয়ে যায় জেমিমার অবিশ্বাস্য ১২৭ রানের অপরাজিত ইনিংসে। হারমানও খেলেন ৮৯ রানের অধিনায়কোচিত ইনিংস। দুজনের ১৬৭ রানের জুটি তৃতীয়বারের মতো ফাইনালে টেনে তুলে ভারতকে। রেকর্ড সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ছিল ‘আন্ডারডগ’। অথচ সেমিফাইনাল জিতেছে ফেবারিটের মতো ক্রিকেট খেলে।

ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও ‘আন্ডারডগ’ ছিল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সেমিফাইনালে আন্ডারডগ হিসেবেই খেলতে নেমেছিল উলবার্ট বাহিনী। গ্রুপ পর্বের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল প্রোটিয়া নারীরা। হেরেছিল ১০ উইকেটের পাহাড়সমান ব্যবধানে। দলটি ফাইনাল খেলছে একমাত্র উলভার্টের একক পারফরম্যান্সে। সেমিফাইনালে ইংলিশদের হারিয়েছিল ১২৫ রানের পর্বতসমান ব্যবধানে। ২৬ বছর বয়সি অধিনায়ক উলভার্টের ১৬৯ রানে ভর করে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩১৯ রান করেছিল। আসরের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে রয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। সবার ওপরে উলভার্ট ৮ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে ৪৭০ রান করেছেন।

গ্রুপ পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে উলভার্টের ৭০ ও নাদিন ডি ক্লার্কের (৮৪*, ২/৫২) অলরাউন্ডিং পারফরম্যান্সে ৩ উইকেটে জিতেছিল প্রোটিয়ারা। প্রথম ব্যাটিংয়ে ভারত ২৫১ রান করেছিল রিচা ঘোষের ৯৪ রানে ভর করে।

 

 

ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9