চোকার তকমা কাটিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ৩০ অক্টোবর ২০২৫, ০৮:২৪ AM
দক্ষিণ আফ্রিকা দল

দক্ষিণ আফ্রিকা দল © সংগৃহীত

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কথা আসলেই যে শব্দটা সবার আগে সামনে আসে তা হলো চোকার। বড় ম্যাচে চাপে ভেঙে পড়ার প্রবণতার কারণেই দক্ষিণ আফ্রিকাকে চোকার বলা হয়। দক্ষিণ আফ্রিকার পুরুষ দল কিংবা নারী ক্রিকেট দল সবার জন্যেই শব্দটা সমান ভাবে প্রযোজ্য। বরাবরই গ্রুপ পর্বে দারুণ খেলে সেমিফাইনালে খেই হারিয়ে ফেলে তারা।

২০০০, ২০১৭ ও ২০২২—নারী ওয়ানডে বিশ্বকাপ এত দিন এক স্বপ্ন ভঙ্গের মঞ্চ হয়েই ছিল দক্ষিণ আফ্রিকার জন্য। এর আগে তিনবার সেমিফাইনালে খেলেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা, তবে ফাইনাল উঠতে পারনি। তবে এবার আর কোন ভুল করেনি তারা।

ভারতে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে লরা ভলভার্টদের দল উঠেছে ফাইনালে। আগামী ২ নভেম্বর নাবি মুম্বাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ ভারত কিংবা অস্ট্রেলিয়া।

দুর্দান্ত এই জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ভলভার্ট, দারুণ সঙ্গ দিয়েছেন মারিজান কাপ। 

এই মাঠেই টুর্নামেন্টের শুরুর দিকে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল পুরো দল। এবার সেই ব্যর্থতার ছাই থেকে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে দক্ষিণ আফ্রিকা। এবার উড়িয়ে দিয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।

লরা ভলভার্ট আর তাজমিন ব্রিটস শুরু থেকেই দারুণভাবে সামলেছেন ইংল্যান্ডের বোলিং আক্রমণ। এই দুই ওপেনার গড়েন ১১৬ রানের জুটি। কিন্তু হঠাৎই ব্যাটিং ধস নামে—দ্রুত আউট হন ব্রিটস, সুনে লুস ও আনিকা বশ। চোট কাটিয়ে ফেরা ইংল্যান্ডের সোফি একলস্টন ২৩তম ওভারে নেন ২ উইকেট—ব্রিটসকে ফেরান ৪৫ রানে, শূন্য রানে বশকে। এরপর ন্যাট সিভার-ব্রান্ট ফেরান লুসকে।

১১৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে ভলভার্ট আর কাপ মিলে চতুর্থ উইকেটে  গড়েন ৭২ রানের জুটি। ভলভার্ট ফিফটি করেন ৫২ বলে, ১১৫ বলে সেঞ্চুরি।  এই পথে তিনি হয়ে যান ওয়ানডে ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ৫ হাজার রানের মালিক। তারপর ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন।  শেষ পর্যন্ত লরেন বেলের বলে আউট হওয়ার আগে করেন ১৪৩ বলে ১৬৯ রান। ২০টি চার, ৪টি ছক্কায় সাজানো তাঁর এই দুর্দান্ত ইনিংস। কাপ খেলেছেন ৩৩ বলে ঝলমলে ৪২ রানের ইনিংস। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন একলস্টন, ১০ ওভারে মাত্র ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন।

রান তাড়ায় নেমে ইংল্যান্ডের ইনিংস ভেঙে পড়ে একেবারে শুরুতেই। কাপ প্রথম ওভারেই ফিরিয়ে দেন অ্যামি জোন্স ও হিদার নাইটকে, দুজনই ফেরান শূন্য রানে। পরের ওভারেই আয়াবোঙ্গা খাকা ফিরিয়ে দেন অভিজ্ঞ ট্যামি বেমন্টকে।

এরপর সিভার-ব্রান্ট আর অ্যালিস ক্যাপসি মিলে কিছুটা আশার আলো জ্বালেন। চতুর্থ উইকেটে ১০৫ রানের জুটি গড়েন দুজন। ক্যাপসি করেন ৫০, সিভার-ব্রান্ট ফেরেন ৬৪ রান করে। এরপর সুনে লুস ক্যাপসিকে ফেরালে ইংল্যান্ডের ব্যাটিং ধসের শুরু। ক্যাপ পরে ফেরেন সিভার-ব্রান্টকেও।

শেষ পর্যন্ত  ওভারে ২০ রান দিয়ে ক্যাপ নেন ৫ উইকেট। সিভার-ব্রান্টের উইকেটটা নিয়ে ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠোকেন তিনি। শেষ দিকে ড্যানি ওয়াইট-হজ কিছুটা প্রতিরোধ গড়েছিলেন ৩১ বলে ৩৪ রান করে। কিন্তু ততক্ষণে আস্কিং রানরেট হয়ে  গেছে ওভারে দশেরও বেশি। সেটা আর নাগাল পায়নি ইংল্যান্ড, ৪২.২ ওভারে অলআউট হয়ে যায় ১৯৪ রানে।

‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
বেতন কাঠামোতে শিক্ষকদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হলে শিক্ষাব্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বুয়েটে অনুষ্ঠিত হলো ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার পক্ষে কথা বলার মানুষ পাওয়া যেত না
  • ১৬ জানুয়ারি ২০২৬
দশ দেশের সেরা স্কলারশিপ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9