এক জয়েই সাড়ে তিন কোটি পাচ্ছে বাংলাদেশ, চ্যাম্পিয়নরা কত?

ফাইনালের আগে দুই অধিনায়কের ফটোসেশন
ফাইনালের আগে দুই অধিনায়কের ফটোসেশন  © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে এবার জন্ম নিচ্ছে নতুন চ্যাম্পিয়ন। ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে নেই অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড। আগামী রবিবার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

দুই দলই উত্থান-পতনের পথ পেরিয়ে ফাইনালে এসেছে। গ্রুপ পর্বে ব্যর্থ হলেও সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারায় ভারত, আর ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

এদিকে বিশ্বকাপে এবার বাজছে কোটি টাকার ঝনঝনানি। মাত্র এক ম্যাচ জিতেই প্রায় সাড়ে তিন কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশের মেয়েরা। অংশগ্রহণের সঙ্গে এক ম্যাচ জয়ে নিগার সুলতানা জ্যোতির দলকে এই অর্থ দিচ্ছে আইসিসি। মজার বিষয়, ২০২৩ সালের পুরুষদের বিশ্বকাপে দুই ম্যাচ জিতে যে পরিমাণ প্রাইজমানি পেয়েছিল বাংলাদেশ, তার প্রায় দ্বিগুণ অর্থ এবার পাচ্ছে মেয়েরা।

এবারের টুর্নামেন্টের মোট ১৬৮ কোটি ১৫ লাখ টাকা প্রাইজমানি ধরা হয়েছে, যা নারীদের যেকোনো বৈশ্বিক ক্রিকেট আসরের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও আসন্ন বিশ্বকাপে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানির চেয়ে ২৯৭ শতাংশ বেশি। ওই আসরে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।

আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৪ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৫৪ কোটি ৭৯ লাখ ৯৯ হাজার প্রায়), যা গতবারের চেয়ে ২৩৯ শতাংশ বেশি। ২০২২ সালে গত বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল ১ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার।

এবার রানার্স-আপ দল পাবে ২ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ২৭ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার প্রায়), যা গতবারের তুলনায় ২৭৩ শতাংশ বেশি।

এবার দুই সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ১ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার করে (বাংলাদেশি টাকায় ১৩ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার প্রায়) পাচ্ছে। এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি জয়ের জন্য ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার করে (বাংলাদেশি টাকায় ৪১ লাখ ৯৭ হাজার প্রায়) তো থাকছেই। গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ হওয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড ৭ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৮ কোটি ৫৬ লাখ ২৫ হাজার প্রায়) করে পাবে।

সপ্তম ও অষ্টম স্থানের দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাবে। সহজ হিসেবে অংশ নেওয়া প্রতিটি দল অন্তত আড়াই লাখ মার্কিন ডলার পাবে।


সর্বশেষ সংবাদ