কেবল একটি শর্তেই ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি

২৮ অক্টোবর ২০২৫, ০৪:২৫ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি কি খেলবেন, দীর্ঘদিন ধরেই এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে। আর্জেন্টাইন অধিনায়কও এ নিয়ে পরিষ্কারভাবে কিছুই বলেননি।

এবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি অনেকটাই খোলাসা করলেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। একইসঙ্গে একটি শর্তও জুড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। কী সেই শর্ত? তিনি জানিয়েছেন, কেবল শতভাগ ফিট থাকলেই বিশ্বমঞ্চে দেখা যাবে তাকে।

সাক্ষাৎকারে মেসি বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই, কিন্তু শর্ত একটাই-আমি যেন পুরোপুরি ফিট থাকি এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। আগামী মৌসুমে ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুম শুরু হলে দেখব, আমি সত্যিই শতভাগ প্রস্তুত কি না।’

মেসি আরও বলেন, ‘বিশ্বকাপ সবসময়ই বিশেষ কিছু। আমরা গতবার শিরোপা জিতেছি, আর সেটি আবার রক্ষা করার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার হবে। আশা করি, সৃষ্টিকর্তা আমাকে আরেকবার সেই সুযোগ দেবেন।’

অবশ্য এর আগে মেসি জানিয়েছিলেন, শারীরিকভাবে কেমন অনুভব করছেন, সেটাই নির্ধারণ করবে বিশ্বকাপে খেলবেন কি না।

মেসি বলেন, ‘আমি চেষ্টা করি ভালো অনুভব করতে। নিজের ওপর সৎ থাকতে। যখন ভালো লাগে না, তখন খেলতে আনন্দ পাই না। তাই যদি মনে হয় শরীর সাড়া দিচ্ছে না, তাহলে থাকব না।’

২০২৫ মৌসুমে মায়ামির জার্সিতে দারুণ খেলছেন মেসি। এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ ও ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ২৮ ম্যাচে ২৯ গোল করে এমএলএস গোল্ডেন বুট জেতেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। পাশাপাশি, ২০২৫ এমএলএস এমভিপি পুরস্কারের ফাইনালিস্ট হিসেবেও মনোনীত হয়েছেন তিনি। টানা দুই মৌসুমে এই পদক জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মেসি।

মেসি বলেন, ‘আমি সবসময় বলেছি, আমার সিদ্ধান্ত নির্ভর করবে আমি কেমন অনুভব করছি তার ওপর-মানসিক ও শারীরিকভাবে। এ বছর আমি দারুণ অনুভব করেছি, পরিবারসহ মিয়ামিতে খুবই সুখে আছি। তাই সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল।’ 

ইউপি সচিবের বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9