স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৫ PM
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন © সংগৃহীত

দেশের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, এনএসইউর প্রথম প্রকল্প হিসেবে ‘স্টার্টআপস নেক্সট’-এর সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের ব্যাংকিং সেবা, ক্যাশ ম্যানেজমেন্ট ও ব্যবসায়িক পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক। এ উদ্যোগ বাস্তবায়িত হবে কমিউনিটি ব্যাংক ও স্টার্টআপ-বিষয়ক প্রথম উদ্যোগের মাধ্যমে, যা দেশের প্রথম ব্যাংক পরিচালিত প্রকল্প হিসেবে বিবেচিত হবে।

স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত চুক্তিপত্রটি স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম, এনএসইউ স্টার্টআপস নেক্সটের পরিচালক স্যামুয়েল মুরসালিন, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং অ্যান্ড হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মো. মামুন-উর রহমান।

চুক্তি স্বাক্ষর শেষে কিমিয়া সাআদত বলেন, ‘নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। ব্যাংকিং অভিজ্ঞতার পাশাপাশি উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে তাদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা, পরামর্শ এবং আত্মবিশ্বাস দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

এ বিষয়ে হান্নান চৌধুরী বলেন, কমিউনিটি ব্যাংকের সঙ্গে এ সহযোগিতা শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগকে আরও প্রসারিত করবে। এ ছাড়া একাডেমিক জ্ঞান ও উদ্ভাবনের সঙ্গে প্রফেশনাল ব্যাংকিং সহযোগিতা যুক্ত হলে দেশের স্টার্টআপ খাত আরও শক্তিশালী হবে।

উভয় প্রতিষ্ঠান মনে করে, এ ধরনের বিশ্ববিদ্যালয়-খাত সংশ্লিষ্ট সহযোগিতা বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে এবং উদ্যোক্তাদের পথচলা আরও সহজতর করবে।

৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9