প্রতীকী ছবি © সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজ হওয়ার একদিন পর ফিরোজ শেখ (৫২) নামে বিএনপির এক কর্মীর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার নিখড়হাটি উত্তরপাড়া এলাকার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফিরোজ শেখ ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের নির্বাচনি প্রচারণায় সক্রিয় ছিলেন এবং নিখড়হাটি এলাকার বিএনপির নির্বাচনি কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ফিরোজ শেখ উপজেলার চরযশোরদী ইউনিয়নের নিখড়হাটি পশ্চিমপাড়ার মৃত শাহজাহান শেখের ছেলে। গত সোমবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর মরদেহ শনাক্ত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে শামা ওবায়েদের পক্ষে এলাকায় প্রচার-প্রচারণায় বেশ সক্রিয় ছিলেন ফিরোজ। হঠাৎ নিখোঁজ হওয়ার পরদিন তাঁর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মরদেহ উদ্ধারের বিষয়ে নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আযাদ বলেন, ‘প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।