বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

০১ জানুয়ারি ২০২৬, ০৯:৫১ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ PM
সাদিকুল ইসলাম

সাদিকুল ইসলাম © টিডিসি

ময়মনসিংহের ত্রিশালে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ ত্রিশাল থানা পুলিশ।সাদিকুল ইসলাম ত্রিশাল উপজেলা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি নজরুল একাডেমীর খণ্ডকালীন শরীরচর্চা শিক্ষক। 

জানা গেছে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সরকারি কবি কাজী নজরুল ইসলাম একাডেমী কেন্দ্রে ৮ম শ্রেণির (গণিত বিষয়) বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর পরই প্রশ্ন ফাঁস করেন এবং বাইরে থেকে উত্তর সংগ্রহ করেন। পরে তা নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সরবরাহের চেষ্টা করেন।  

এ খবর পেয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাৎক্ষণিকভাবে কেন্দ্রে অভিযান পরিচালনা করেন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সাদিকুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তদন্ত শেষে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রশ্নপত্রের ফটোকপি ও প্রস্তুত করা উত্তরপত্র উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই রাতেই কেন্দ্র সচিব ও নজরুল একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ৩১ ডিসেম্বর (বুধবার) দুপুরে অভিযুক্তকে আদালতে প্রেরণ করে পুলিশ।

নকল করার দায়ে নজরুল একাডেমীর শিক্ষার্থী আহনাফ আবিদ রাফিনকে বহিষ্কার করা হয়। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে বড়মা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামানকেও বহিষ্কার করা হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে কোনো ধরনের ছাড় নেই। মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী বলেন, জাতীয় পর্যায়ের পরীক্ষার স্বচ্ছতা বিনষ্ট করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে।

ঢাকায় করমর্দন: ২০২৬ সালে কী তবে ভারত-পাকিস্তান সম্পর্কের ব…
  • ০২ জানুয়ারি ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানু…
  • ০২ জানুয়ারি ২০২৬
আওয়ামী লীগ-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার
  • ০২ জানুয়ারি ২০২৬
মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবীকে হত্যার অভিযোগ; জড়িতদের …
  • ০২ জানুয়ারি ২০২৬
রংপুরকে হারিয়ে দলজুড়ে বোনাস ঘোষণা রাজশাহীর
  • ০২ জানুয়ারি ২০২৬
চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসন…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!