পোশাক শ্রমিক দিপু হত্যা মামলায় আরেকজন গ্রেপ্তার © সংগৃহীত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় চাঞ্চল্যকর পোশাক শ্রমিক দিপু হত্যা মামলার রহস্য উদঘাটনে আরও এক ধাপ এগিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেক গুরুত্বপূর্ণ অভিযুক্ত নিবির ইসলাম অনিককে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
১৮ ডিসেম্বর রাতে দিপুকে নির্মমভাবে হত্যা করে রশি দিয়ে গাছে ঝুলিয়ে পরে আগুনে মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল সন্দেহভাজন অনিককে শনাক্ত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ, নেত্রকোনা ও ঢাকা-গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক ত্রিশাল উপজেলার ধানীখোলা এলাকার বাসিন্দা এবং একই কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ ডিবি পুলিশ।