ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

৩১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ PM
খালেদা জিয়ার জানাজায় ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান

খালেদা জিয়ার জানাজায় ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে গায়েবানা জানাজাটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশিদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ জানাজায় ইমামতি করেন ঈশ্বরগঞ্জ নুর মসজিদের ইমাম ও খতিব মাওলানা খলিলুর রহমান।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন ও অ্যাডভোকেট শাহজাহান সাজু। 

আরও বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী টিপু, হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সম্মানিত সদস্য সৈয়দ ইশতিয়াক আহমেদ জাবীর বিবেক এবং ইমিউন হাসপাতালের পরিচালক ডা. ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্মৃতিচারণ করতে গিয়ে অনেক নেতাকর্মী আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশিদ বলেন, ‘আমাদের ছাত্রজীবনের অনেকটা সময় কেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে। আমরা আশা করেছিলাম, তিনি মুক্ত বাংলাদেশে আবার নেতৃত্ব দেবেন। কিন্তু মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে চলে গেছেন। আমরা যেন তাঁর সততা, আদর্শ ও লক্ষ্য ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে আমাদের সহায়তা করেন। একই সঙ্গে ঈশ্বরগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে বিজয়ী করার আহ্বান জানাই।’

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

নওগাঁয় চীনা প্রতিনিধিদলের পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলা…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটের ছয়টি আসনে দলীয় ও স্বতন্ত্র প্রতীক পেলেন যারা
  • ২১ জানুয়ারি ২০২৬
এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9