বড় হয়েও কাঁধে চড়ে বেড়ানো ছোট্ট বুড়ি ছিল স্বর্ণময়ী— ভাইয়ের আবেগঘন স্ট্যাটাস

২০ অক্টোবর ২০২৫, ১১:২৫ AM
স্বর্ণময়ী বিশ্বাস ও তার ভাই অনিরুদ্ধ রনি

স্বর্ণময়ী বিশ্বাস ও তার ভাই অনিরুদ্ধ রনি © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, স্বর্ণময়ী সম্প্রতি সহকর্মী কবি ও সাংবাদিক আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করেছিলেন। সহকর্মীদের অনেকে ধারণা করছেন, অভিযোগের বিচার না পেয়ে মানসিক আঘাত ও ক্ষোভ থেকেই স্বর্ণময়ী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে।

এরই মাঝে, স্বর্ণময়ী বিশ্বাসের ভাই অনিরূদ্ধ রনি আবেগপ্রবণ হয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, স্বর্ণময়ীকে জন্মের পর থেকে কোলে পিঠে করে বড় করেছি। হয়তো অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে ও কাঁধে চড়ে ঘুরে বেড়ানো সেই ছোট্ট বুড়িই ছিল। রবিবার বিকেলে শেষবারের মতো ওকে পাঁজাকোলা করে হিমায়িত গাড়িতে তুলে দিলাম।

দ্য ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য অনিরূদ্ধ রনির ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হল:

স্বর্ণময়ী বিশ্বাস। অকালে ঝরে যাওয়া এক শিউলি ফুল। আমার ছোট বোন। জন্মের পর থেকে কোলে-পিঠে করে বড় করেছি। ঢাকায় এসে অনার্সে ভর্তির পর প্রথম দিন ক্লাসে গেছে আমার বাইকে চড়ে। এটা ছিল ওর আবদার।

আরও পড়ুন: নারী সাংবাদিকের আত্মহত্যা নিয়ে তোলপাড়, নেপথ্যে সহকর্মীর ‘যৌন হয়রানি’

গত কয়েক বছরে ওর এমন অনেক আবদার মেটাতে হয়েছে। হয়তো অনেক বড় হয়ে গিয়েছিল। কিন্তু আমার কাছে ও কাঁধে চড়ে ঘুরে বেড়ানো সেই ছোট্ট বুড়িই ছিল। রবিবার বিকেলে শেষবারের মতো ওকে পাঁজাকোলা করে হিমায়িত গাড়িতে তুলে দিলাম।

ওর মৃত্যুর শোক এখনো আচ্ছন্ন করে রেখেছে। তাই অনেকের ফোনটাও ধরতে পারিনি। অস্বাভাবিক মৃত্যুর কারণে অনেক সাংবাদিক বন্ধু রিপোর্টের জন্য তথ্য নিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

আমাদের পক্ষে যতোটা সম্ভব আইনি প্রক্রিয়া মেনেই ওর সৎকার সম্পন্ন হয়েছে। এজন্য আমার বন্ধু, সহকর্মী ও বিশেষ করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে কৃতজ্ঞ। তবে ওর অস্বাভাবিক মৃত্যু ঘিরে যে বা যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেটা তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনবে পুলিশ।

আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আশাকরি আপনাদের সমর্থন ও পরামর্শ পাব।

 

 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচি…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাবিতে ইনকিলাব মঞ্চের বিক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9