টিকটক ভিডিও বানাতে গিয়ে কিশোরের মৃত্যু

আল মেহেদি হৃদয়
আল মেহেদি হৃদয়  © টিডিসি

গাজীপুরের টঙ্গীতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে গুটিয়ার বিলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
 
নিহতের নাম আল মেহেদি হৃদয় (১৫)। সে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেক ও ফাতেমা বেগমের ছেলে। বর্তমানে হৃদয় টঙ্গীর গুটিয়ার মুক্তারবাড়ি এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হৃদয়সহ চার বন্ধু মিলে একটি নৌকা নিয়ে গুটিয়ার বিলে ঘুরতে যায়। তারা টিকটক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে তিনজন বন্ধু পানিতে নামলে স্রোতের টানে তারা বিপদে পড়ে। দুজন কোনোমতে নৌকায় উঠতে সক্ষম হলেও হৃদয় পানিতে তলিয়ে যায়।
 
নৌকায় থাকা ৯ বছরের শিশু ইব্রাহিম মোবাইলে পুরো ঘটনাটি ভিডিও করে বলে জানা গেছে।
 
ডুবে যাওয়া হৃদয়ের দুই বন্ধু আহত হয়েছে। তাদের মধ্যে একজন জুনায়েদ (১৩)। সে রুহুল আমিন ও মাতা রাশেদা বেগমের ছেলে। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। অপর আহত কিশোর নিরব গুটিয়া এলাকার বাসিন্দা। দুজনই বর্তমানে টঙ্গী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকেই টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, গতকাল বিকেল থেকে আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে মঙ্গলবার বিকেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
 
তিনি আরও বলেন, পরিবারের অনুরোধে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তারা মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।
 
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, গুটিয়ার বিলে অবাধে শিশু-কিশোরদের প্রবেশ এবং টিকটক ভিডিও ধারণের প্রবণতা নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।


সর্বশেষ সংবাদ