বিসিবি লোগো © সংগৃহীত
নিরাপত্তা শঙ্কায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বিসিবির নির্ধারিত কোনো ইভেন্ট ছাড়া স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন না গণমাধ্যমকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
বিসিবি জানিয়েছে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে বিসিবি নতুন প্রবেশসংক্রান্ত বিধিমালা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিধিমালা স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্য প্রযোজ্য হবে, যার মধ্যে গণমাধ্যম প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত। এর মধ্যে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য পূর্বের মতো গেট-১ এই খোলা থাকবে।
তবে সব সময়ই চাইলেই প্রবেশের সুযোগ পাবে না উল্লেখ করে বিসিবি জানিয়েছে, গণমাধ্যম শুধুমাত্র ম্যাচের দিন, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণে আয়োজিত কোনো অনুষ্ঠান কিংবা বিসিবির মাধ্যমে পূর্বে জানানো নির্দিষ্ট অনুশীলন বা ট্রেনিং সেশন ছাড়া স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি পাবে না।
বিসিবি এও জানিয়েছে, সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বোর্ড।