৩ দলের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা, থাকছে চমক

৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ PM , আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। তবে ক্রিকেটারদের আর্থিক ও পেশাদার লোকসান পুষিয়ে দিতে বিশ্বকাপের সময়ে একটি বড় ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার ও বিসিবি। মূলত ওই সময়ে ৩ দলের টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। আসন্ন এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটাররা ছাড়াও এইচপি এবং ‘এ’ দলের ক্রিকেটাররা থাকবেন। 

বিসিবির সূত্র জানিয়েছে, আগামী ৫ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের ম্যাচগুলো এবং ৯ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

সূত্র আরও জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটারদের জন্য ভালো আর্থিক ব্যবস্থাও থাকছে। দর্শকদের কথা বিবেচনায় নিয়ে উদ্বোধনী দিনে অনুষ্ঠানও করার পরিকল্পনা থাকছে। একইসঙ্গে ফাইনালে আঁতশ বাজির সঙ্গে ড্রোন শোও থাকবে। মূলত ঘরোয়া এই টুর্নামেন্টে কোনো ঘাটতি রাখতে চায় না বিসিবি।

এদিকে এই তিন দলের অধিনায়কত্বেও থাকছে চমক। সূত্র বলছে, জাতীয় দলের দুই ফরম্যাটের দুই অধিনায়ক লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে যুব বিশ্বকাপজয়ী আকবর আলিও নেতৃত্বে থাকছেন।

এর আগে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে আমাদের উপদেষ্টা বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা করেছেন। দেশেই আমরা আরেকটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। বিসিবির মাধ্যমে খবরটা পাবেন। আপনাদের অবহিত করবেন বিসিবি সভাপতি। সরকার আয়োজন করবে না, ক্রিকেট বোর্ডই সব করবে।’  

‘তিনি মসজিদের প্রতিষ্ঠাতা, আমি খতিব‘— তারেক রহমানকে উপহার দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাড়ি ছেড়ে গেছেন স্ত্রী, অভিমানে দুনিয়া ছাড়লেন স্বামী
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজনে শঙ্কা, ভেন্যু বদলের গুঞ্জন
  • ৩১ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ৭ ফেব্রুয়…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমনও নেতা আছেন ঘুম থেকে উঠেই চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সমাবেশ থেকে ফেরার পথে চৌদ্দগ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদে…
  • ৩১ জানুয়ারি ২০২৬