পাকিস্তান দল © সংগৃহীত
ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। এবার শ্রীলঙ্কায় পাড়ি জমানোর জন্য প্লেনের টিকিটও কেটেছে দ্য গ্রিন ম্যানরা। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বোর উদ্দেশ্যে রওনা হতে পারে পাকিস্তান দল। তবে এর আগেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের বরাতে এক প্রতিবেদনে টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, ‘বিশ্বকাপে অংশ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সঙ্গে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে লাহোর থেকে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করা হয়েছে।’
সূত্রটি আরও জানায়, ‘আমরা আশা করছি, শুক্রবারের মধ্যেই পিসিবি প্রধান মহসিন নাকভি বিশ্বকাপে দলের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত করবেন।’
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় বৈশ্বিক এই মহারণে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। মূলত বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংহতি জানিয়ে এমন অবস্থান নেয় পিসিবি।
উল্লেখ্য, ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পিসিবি। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে পাকিস্তান।
যদিও ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।
ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।