বিশ্বকাপ না খেলে পাকিস্তান কী অর্জন করবে, প্রশ্ন পিসিবির সাবেক সচিবের

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ PM
পাকিস্তান ক্রিকেট দল

পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করার কথাও ভাবছে পাকিস্তান। যদিও প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে দল না পাঠিয়ে আইসিসি ও অন্যান্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ছাড়া এতে পাকিস্তানের অর্জনই-বা কী? এমন প্রশ্নই তুলেছেন পিসিবির সাবেক সদস্য সচিব ও বিশ্লেষক আরিফ আলী আব্বাসি।

ভেন্যু পরিবর্তনের দাবিতে আইসিসিকে একাধিকবার চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক বৈঠক হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। শুরু থেকেই বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে আসছিল পিসিবি, পাশাপাশি আইসিসিকে চিঠিও পাঠিয়েছিল তারা। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। তাদের জায়গায় টুর্নামেন্টে সুযোগ পায় স্কটল্যান্ড।

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বিসিবির সঙ্গে আইসিসি অন্যায় করেছে বলে অভিযোগ করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি জানান, সরকার চাইলে বিশ্বকাপ বয়কট করতেও প্রস্তুত পাকিস্তান। এমন সিদ্ধান্তে দলে থাকা ক্রিকেটাররাও সমর্থন জানিয়েছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গেও বৈঠক করেন নাকভি। পিসিবি চেয়ারম্যানের ভাষ্য অনুযায়ী, আগামী শুক্র অথবা সোমবার বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের গুঞ্জনে আব্বাসি বলছেন, 'আমি বুঝতে পারছি, বাংলাদেশকে সমর্থন করছে পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট করা ছাড়া পিসিবি দল না পাঠিয়ে কী উদ্দেশ্য হাসিল করবে?'

তার দাবি, দ্য গ্রিন ম্যানরা বিশ্বকাপে খেলতে না গেলে ক্ষতিগ্রস্ত হবে শ্রীলঙ্কা। এ প্রসঙ্গে পিসিবির সাবেক এই সদস্য সচিব বলেন, 'শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক কী? স্পষ্টতই পাকিস্তান না গেলে শ্রীলঙ্কার ক্ষতি হবে। কারণ, আমাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়, ভারতের বিপক্ষে ম্যাচটিও সেখানেই।'

মোহাম্মদপুর সরকারি কলেজে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
দাওয়াত দিয়েও কথা বলতে দেওয়া হয়নি হুমায়রাকে, এনসিপি নেত্রী ম…
  • ২৮ জানুয়ারি ২০২৬
তারেক ক্রেজে উজ্জ্বীবিত বিএনপি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভালুকায় কিশোরীর ইশারায় থামল তারেক রহমানের গাড়িবহর, আবেগঘন স…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চার ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো হাবিপ্রবি ভর্তি যুদ্…
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage