মার্চে পাকিস্তান সিরিজে সাকিবকে ফেরাতে চায় বিসিবি

৩০ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে জাতীয় দলে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে আসতে না পারা এই অলরাউন্ডারকে নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, 'এ ব্যাপারে আমাদের বোর্ড সভাপতি সরকারের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি, আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে দেখতে পাব।' বিসিবির চাওয়া অনুযায়ী এটি সাকিবের বিদায়ী সিরিজ নয়, বরং বোর্ড তাকে আরও লম্বা সময় দলের হয়ে খেলতে দেখতে চায়।

গত ২৪ জানুয়ারি বিসিবি সভায় সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত হয় এবং বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানান যে, সরকারের কাছে সাকিবের ফেরার বিষয়ে আবেদন করা হয়েছে। 

আসিফ আকবর আরও বলেন, ‘আমরা চাই সাকিব দেশের হয়ে আবার খেলুক এবং সেটা এই পাকিস্তান সিরিজ থেকেই। তার আসার সুযোগটা আগে তৈরি হোক। এরপর সে খেলা চালিয়ে যাবে কি না, সেটা তার সিদ্ধান্ত।’ 

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব, কিন্তু পরিস্থিতির কারণে সেটি সম্ভব হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, 'ভালোভাবে একটা সিরিজ খেলে অবসর নেওয়ার ঐ ইচ্ছাটা আমার এখনও আছে। এ কারণেই ক্রিকেট এখনও খেলে যাওয়া। একটা সিরিজ খেলে যদি শেষ করতে পারি আমার কাছে ভালো লাগবে।'

সাকিবকে দেশের মাটিতে অবসর দেওয়ার সুযোগ দিতেও বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে সাকিব চাইলে আরও দীর্ঘ সময় খেলে যাওয়ার সুযোগ পাবেন। ২০২৬ সালের মার্চের শেষদিকে পাকিস্তান সুপার লিগ শুরু হওয়ার আগে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশে এসে তিনটি ওয়ানডে খেলবে। এরপর পিএসএল শেষে মে মাসে তারা দুটি টেস্ট খেলতে পুনরায় বাংলাদেশে আসবে। সব কিছু ঠিকঠাক থাকলে, মার্চের ওই ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন ঘটতে পারে।

ভর্তি পরীক্ষায় গণভোটে ‘হ্যাঁ’ ক্যাম্পেইন কুবি শিবিরের
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাদিক কায়েমের বক্তব্যে ছাত্রদল নেতা হামিমের প্রতিক্রিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় শিবির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬