অবশেষে সাকিবের সঙ্গে আলোচনায় বিসিবি

২৭ জানুয়ারি ২০২৬, ০৬:১০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চলছে। বোর্ড সভায় সাকিবকে ফেরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের যোগাযোগ শুরু হয়। ফলে আবারও বাংলাদেশের জার্সিতে সাকিবকে দেখার সম্ভাবনা জোরালো হয়ে উঠছে।

মূলত ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে ফেরা হয়নি সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। এরপর পাকিস্তান ও ভারত সফরের পর জাতীয় দলের হয়ে আর খেলাও হয়নি, ভেস্তে যায় পরিকল্পিত অবসর নেওয়ার ভাবনাও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব জানান, ভালোভাবে একটি সিরিজ খেলে বিদায় নেওয়ার ইচ্ছা এখনো তার আছে। তার ভাষ্যমতে, ‘এই কারণেই এখনও ক্রিকেট খেলে যাচ্ছি। যদি একটি সিরিজ খেলে শেষ করতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে।’

এরই মধ্যে গত ২৪ জানুয়ারি বিসিবির বোর্ড সভায় সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর জানান, সাকিবকে ফেরাতে সরকারের কাছেও বোর্ডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি তাকে দেশের মাটিতে অবসর নেওয়ার সুযোগ দেওয়ার কথাও ভাবছে বিসিবি।

এই সিদ্ধান্তের পর সাকিবের সঙ্গে বোর্ডের আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘জি, আলোচনা চলমান আছে।’ 

জালিয়াতির অভিযোগে বেরোবি শিক্ষক তাবিউরের নিয়োগ বাতিল, ফেরত …
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
  • ২৭ জানুয়ারি ২০২৬
সেই পরিচালক নাজমুল কী ফিরেছেন? যা জানাল বিসিবি
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে ইউনিয়ন বিএনপি নেতা …
  • ২৭ জানুয়ারি ২০২৬
নির্বাচনে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, মোটরসাইকেল ৩ দিন
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ১২, বিকেলে ১৩—একদিনে ২৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬