বিসিবি পরিচালক নাজমুল ইসলাম © সংগৃহীত
সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর চলাকালীন বেফাঁস মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলাম। সেই মন্তব্যের জেরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব আপত্তি জানালে চাপের মুখে তাকে বিসিবির অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শর্তসাপেক্ষে খেলায় ফিরেছিলেন ক্রিকেটাররাও।
তবে ঘরোয়া এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরদিনই (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে নিজের পদ ফিরে পেয়েছেন বলে দাবি করেন নাজমুল ইসলাম। যদিও এই দাবি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এবার মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, নাজমুলকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়ে এখনো কোনো অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি।
এ প্রসঙ্গে আমজাদ হোসেন বলেন, ‘এখনো লিখিত কিছু হয়নি। এটা না হওয়া পর্যন্ত আপনারা এটা বিবেচনা করবেন না।’
নাজমুল ইসলামকে ফেরানো হলে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে আমজাদ বলেন, ‘যখন লিখিত আসবে। লিখিত না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত না। বোর্ড সভায় শুধু তার শোকজের জবাব নিয়ে আলোচনা হয়েছে। আমি আগের দিনই বলেছি যে তিনি (নাজমুল) যে জবাব দিয়েছেন, সেটা সন্তোষজনক ছিল। এর চেয়ে বেশি আলোচনা হয়নি।’