জিমি নিশাম © সংগৃহীত
চলতি বিপিএলজুড়েই রাজশাহী ওয়ারিয়র্সের শিবিরে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। এই আত্মবিশ্বাসের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে অধিনায়ক শান্তর নেতৃত্বকে সামনে এনেছেন জিমি নিশাম। সংবাদ সম্মেলনে নিশামের দাবি, মাঠের ভেতরে শান্ত যেভাবে দলকে নিয়ন্ত্রণ করছেন, তার ইতিবাচক প্রভাবই মাঠের পারফরম্যান্সে দেখা যাচ্ছে।
এ নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা যেভাবে খেলছি, তা নিয়ে আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই যেকোনো টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। তো হ্যাঁ, আমরা সেই প্রথম লক্ষ্যটা পূরণ করতে পেরেছি এবং এর মাধ্যমে ফাইনালে ওঠার পথে একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকারও অর্জন করেছি, যদি প্রথম ম্যাচে হেরে যাই।’
দলের আত্মবিশ্বাস প্রসঙ্গে এই কিউই অলরাউন্ডার বলেন, ‘দলটা আত্মবিশ্বাসী। তবে এটাও ঠিক, আগামীকাল একটা নতুন ম্যাচ। দুই দলই সমান অবস্থান থেকে শুরু করবে। তাই আবার ভালো পারফর্ম করতে হবে। আশা করছি, গত কয়েক ম্যাচে যে ফর্মটা ছিল, সেটা ধরে রাখতে পারব।’
রাজশাহীতে নিজের সময়টা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন জিমি নিশাম। অল্প সময়ের জন্য দলে যোগ দিলেও অভিজ্ঞতাটা যে দারুণ হয়েছে, সেটাই জানালেন তিনি। এই প্রসঙ্গে অধিনায়ক শান্তর ভূমিকাকে আলাদা করে তুলে ধরেন নিশাম।
তার ভাষ্য, ‘দারুণ (রাজশাহীতে অভিজ্ঞতা)। যদিও এবার অভিজ্ঞতাটা তুলনামূলকভাবে স্বল্প। আইএল থেকে এসে কেবল শেষ কয়েকটা ম্যাচ খেলছি। তবে দলটা অসাধারণ। পরিবেশটা খুবই বন্ধুত্বপূর্ণ। শান্ত তো একজন খুব অভিজ্ঞ অধিনায়ক, তিনি জানেন কীভাবে দল থেকে সেরাটা বের করে আনতে হয়। ফলাফলও আমাদের পক্ষে গেছে। তাই এবার বাংলাদেশে এসে কোনো অভিযোগ নেই।’